কলকাতা: বলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী মধ্যে অন্য়তম কাজল। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল ও যিশু সেনগুপ্ত অভিনীত 'দ্য় ট্রায়াল' (The Trial)। যা ইতিমধ্য়েই প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এবার সিরিজের সাফল্য় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, 'নারীর শক্তির প্রতিনিধিত্ব করতে পারে প্রশংসিত হতে পারা আমার কাছে ক্ষমতায়ন'।
পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, 'নয়নিকার চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছাকাছি। তিনি একজন শক্তিশালী মহিলা, যিনি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত। এই ওয়েব সিরিজের জন্য আমার সমস্ত বন্ধু, পরিবার এবং অনুরাগীরাদের কাছ থেকে অপরিসীম ভালবাসা পেয়েছি।'
আরও পড়ুন...
হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?
এই সিরিজ প্রসঙ্গে কিছুদিন আগে কাজল বলেছিলেন, "আমি আমার জীবনে কখনই 'লোগ কেয়া কাহেঙ্গে (লোকে কি ভাববে)' সেদিকে কর্ণপাত করিনি। আমার মা উৎকৃষ্ট মানের মানুষ ও তিনি আমাকে। সমাজ কী ভাববে সেই ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি আমায় শেখাননি। আমি আমার পরিবার থেকে সবসময় একটা শিক্ষা পেয়েছি যে, নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য় কেউ নয়।'
তিনি আরও বলেছিলেন, 'অন্য কাউকে জীবনের স্টিয়ারিং দিতে আমি বিশ্বাসী নই। নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে। আপনার কী কাজ করবেন তা সমাজ ঠিক করে দেবে না। আমার দাদি তাঁর ইচ্ছেমন জীবন যাপন করেছেন। আমার মা ও দাদির দুজনেরই জীবন এবং জগৎ সম্পর্কে আশ্চর্যজনকভাবে ভিন্ন মতামত ছিল। আমার মা আক্ষরিক অর্থেই আজ অবধি তাঁর নিজের ইচ্ছেতে জীবন যাপন করেন। আমিও তাঁদের আদর্শেই অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেছি।'
প্রসঙ্গত, সম্প্রতি 'দ্য় ট্রায়াল'-এর বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমি বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন না কেন, যতক্ষণ আপনি নিজের মতামত প্রকাশে কুন্ঠিত বোধ করবেন না, ততক্ষণ আপনার কথা শোনা হবে।'
উল্লেখ্য়, এই সিরিজে কাজলের চরিত্রের নাম নয়নিকা। এপ্রসঙ্গে তিনি আর বলেন,'আমি সেই দৃশ্যটি পছন্দ করি যেখানে নয়নিকা বসে তার মেয়েকে বলে যে সব ঠিক হয়ে যাবে। এটি সিরিজের এমন একটি মুহূর্ত যেটা আমার সবথেকে ভালবাসার।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন