কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেত্রী কাজল। আজ হঠাৎ, ইনস্টাগ্রাম থেকে নিজের যাবতীয় ছবি আর্কাইভ করে নেন কাজল। আর্কাইভ করার অর্থ, সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিছু লুকনো। নায়িকার যে প্রোফাইল ভরে থাকত বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তে, এখন সেই প্রোফাইলেই রয়েছে কেবল একটি সাদা-কালো ছবি। সেখানে লেখা, 'জীবনের অন্যতম কঠিন একটা সময় পেরোচ্ছি।'


কী হয়েছে কাজলের? সে উত্তর অবশ্য অজানা। অনুরাগীরা প্রচুর প্রশ্ন করলেও কোনও বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। হামেশাই সোশ্যাল মিডিয়ায় স্বামী অজয় দেবগণ (Ajay Devgan) বা কন্যা নায়াসা ও ছেলে যুগকে নিয়ে খুঁটিনাটি শেয়ার করে নেন কাজল। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী , তা এখনও ধোঁয়াশাই।


পারিবারিক কোনও সমস্যা নাকি ব্যক্তিগত কোনও কারণ, তা খোলসা করেননি কাজল। বন্ধুরা অবশ্য লিখেছেন, প্রার্থনা। অনেকে লিখেছেন, 'আপনি যথেষ্ট শক্ত। ঝড় সামলে নিতে পারবেন।'


সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরনো কথা বলতে গিয়ে কাজল সম্পর্কে একটি গল্প বলেছিলেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। কর্ণ জানান, যখন তিনি 'কভি খুশি কভি গম' ছবির কাস্টিং করছেন, তখন কাজলের সদ্য বিয়ে হয়েছে অজয় দেবগণের সঙ্গে (Ajay Debgan)। কর্ণ মনে করেছিলেন, তখনই নিশ্চয়ই নতুন কোনও ছবি হাতে নিতে চাইবেন না কাজল, মন দিতে চাইবেন সংসারে। আর তাই, শাহরুখের সঙ্গে জুটি হিসেবে ঐশ্বর্য্য় রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর নাম ভেবেছিলেন কর্ণ। 


তবে এরপরে অবাক কাণ্ড। কাজলের সঙ্গে গল্প করতে তাঁর স্টুডিওতে হাজির হয়েছিলেন কর্ণ। ততক্ষণে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঐশ্বর্য্যকেই 'অঞ্জলি'-র চরিত্র অফার করবেন তিনি। তবুও কথায় কথায় এই ছবিটি কাজলকেই প্রথমে অফার করে বসেন কর্ণ। পরিচালককে অবাক করে রাজিও হয়ে যান তিনি। এরপরে অবশ্য আর ঐশ্বর্য্য়কে ছবি অফার করতে যাওয়াই হয়নি কর্ণের। শাহরুখ-কাজল জুটিতে ভর করেই দর্শকদের মন জয় করে নেন কর্ণ।


 






আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?


আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?