মুম্বই: একসঙ্গে কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম ও মাই নেম ইজ খানের মত ছবি দিয়েছেন তাঁরা। কিন্তু এক সময় বলিউডের অন্যতম বেস্ট ফ্রেন্ড বলে পরিচিত কাজল ও কর্ণ জোহরের মধ্যে দীর্ঘদিন হল কথা বন্ধ। একবগগা কাজল জানিয়ে দিয়েছেন, কর্ণের সঙ্গে তিনি আর কাজ করবেন না।

গত বছর এক সময়ে মুক্তি পায় কর্ণের অ্যায় দিল হ্যায় মুশকিল ও কাজলের স্বামী অজয় দেবগণের শিবায়। অজয় অভিযোগ করেন, তাঁর ছবি ফ্লপ করাতে ইচ্ছে করে তার খারাপ রিভিউ করাচ্ছেন কর্ণ। জবাবে আত্মজীবনী অ্যান আনস্যুটেবল বয়-তে কর্ণ লেখেন, ছবি মুক্তির আগে অজয় তাঁর সম্পর্কে খারাপ কথা বলেন। তাই কাজলের সঙ্গে ২৫ বছরের বন্ধুত্বে ইতি টেনেছেন তিনি। যাই ঘটে যাক, তাঁর ছবিতে আর কাজলকে দেখা যাবে না।

এবার কাজলও জানিয়ে দিয়েছেন, তিনি শুধু তাঁদের সঙ্গেই কাজ করেন, যাঁদের সঙ্গে তিনি স্বচ্ছন্দ। তাঁর কথায়, কাজ তাদের সঙ্গেই করা যায়, যাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি। যদি কথাই না থাকে, কাজ চলবে কী করে।

কর্ণের সঙ্গে তাঁর তলানিতে ঠেকা সম্পর্ক নিয়ে অবশ্য কাজল কোনও মন্তব্য করতে চাননি। বলেন, এ ব্যাপারে কোনও প্রশ্নের জবাব দেবেন না। তবে হ্যাঁ, তাঁর অন্য কোনও বন্ধু যদি ছবির প্রস্তাব দেয়, তবে তিনি এক কথায় রাজি।