মুম্বই: সম্প্রতি দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফেরার ঘোষণা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। জানিয়েছিলেন, 'কোড নেম আব্দুল' দিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বড় পর্দায় কামব্যাকের সুখবরের মাঝেই অভিনেত্রী জানালেন যে, তিনি করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান যে, 'সকলকে জানাচ্ছি, আমার করোনার (Coronavirus) পরীক্ষা পজেটিভ এসেছে। আর খুব শীঘ্রই প্রয়োজনমতো আইসোলেশনে থাকতে হবে'। শনিবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন তনিশা মুখোপাধ্যায়।
স্টার কিড হলেও বলিউডে সেভাবে নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারেননি তনিশা মুখোপাধ্যায়। দুই দিদি রানি মুখোপাধ্যায় এবং কাজল আজকের দিনেও বলিউডে দাপিয়ে অভিনয় করছেন। কিন্তু কেরিয়ারের শুরু থেকেই খুব একটা ভালো জায়গায় থাকতে পারেননি তনিশা। 'নীল অ্যান্ড নিকি', 'ওয়ান টু থ্রি', 'সরকার'-র মতো ছবিতে অভিনয় করলেও, পরবর্তীকালে তেমন সাফল্য পাননি। বরং টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘদিন বাদে তাঁকে বড় পর্দায় দেখা যেতে চলেছে। 'কোড নেম আব্দুল' দিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, এই ছবিতে রহস্যময় এক চরিত্রে অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি। ফলে নতুন ছবি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদীও।
বলিউডের বেশকিছু অভিনেতা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। সদ্য কয়েকদিন আগেই কিংবদন্তি অভিনেতা কমল হাসান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অনুরাগীদের তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি সাবধানও করে দেন যে, এখনও করোনা চলে যায়নি। তাই সাবধানে থাকুন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমল হাসান। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়।