নয়াদিল্লি: প্রসার ভারতী বোর্ডের বৈঠকে তিনি আসেন না, এই অনুযোগ জানিয়েছেন বোর্ডের অন্য সদস্যরাই। সেজন্য অভিনেত্রী কাজলকে সরানো হতে পারে বলে খবর। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিষয়টি বিবেচনা করছে।

প্রসার ভারতী স্বশাসিত বটে, তবে দূরদর্শন ও আকাশবানীর মতে দুটি প্রধান সরকারি প্রচারযন্ত্র নিয়ে তৈরি সংস্থাটি ওই মন্ত্রকের প্রশাসনিক আওতায় রয়েছে।

সরকারি সূত্রের খবর, বলিউডের বহু হিট ছবির এই জনপ্রিয় অভিনেত্রী ২০১৬-র ফেব্রুয়ারি থেকে প্রসার ভারতী পরিচালন বোর্ডের আংশিক সময়ের সদস্য। বোর্ডের নাকি নিয়ম, কোনও সদস্য চেয়ারম্যানের অনুমতি ছাড়া পরপর তিনটি বৈঠকে গরহাজির থাকলে তাঁর পদ চলে গিয়েছে, ধরে নেওয়া হয়। কাজল বোর্ডের টানা চারটি বৈঠকে আসেননি।

একটি সূত্রের দাবি, বোর্ডের শেষ বৈঠকে  বিনা অনুমতিতে কাজলের অনুপস্থিত থাকা একাধিক সদস্য উষ্মা জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। কাজলের গরহাজিরার ব্যাপারে মন্ত্রকের তরফে রিপোর্ট চাওয়া হয় বোর্ডের কাছে। কাজলকেও তাঁর অনুপস্থিতির ব্যাপারে নোটিস পাঠানো হবে।

এদিকে কাজলের মুখপাত্র ওই সংবাদপত্রকে বলেছেন, পেশাগত ব্যস্ততা তো আছেই, পাশাপাশি বছরের অধিকাংশ সময় পরিবারের চিকিত্সা সংক্রান্ত দায়বদ্ধতা থাকার ফলে দুর্ভাগ্যবশতঃ বোর্ডের গত তিন-চারটি বৈঠকে থাকতে পারেননি কাজল। এজন্য তিনি দুঃখিত। যদিও এর আগের বৈঠকগুলিতে উনি যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, প্রসার ভারতী বোর্ডের সদস্যরা বৈঠকে হাজির থাকার জন্য বিমানভাড়া, হোটেলভাড়া ও ভাতা পান।

সম্প্রতি কাজল শিরোনামে আসেন সোস্যাল মিডিয়ায় মাংসের পদের একটি ভিডিও তুলে দিয়ে। সেটি গোমাংস ধরে নিয়ে তাঁকে ট্রোল করা হয়। বিতর্ক এড়াতে তিনি পরে ব্যাখ্যা করেন, ওটা মহিষের মাংস, গোমাংস ছিল না।