কলকাতা: ইতিমধ্যেই ছবির ট্রেলারের ভিউ পেরিয়েছে কয়েক লক্ষ। জনপ্রিয় হয়েছে প্রথম মুক্তি পাওয়া গানও। কেবল বাংলায় নয়, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাবে হিন্দিতেও প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে এই খবর জানানো হয়েছিল আগেই। তবে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' -এর ট্রেলার যে মন ছুঁয়েছে মায়ানগরীর 'শেহনশা'-র ও, তা জানা গেল ট্যুইটারে চোখ রাখতেই। মঙ্গলবার নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' -এর বাংলা ট্রেলার ট্যুইট করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। শুভেচ্ছা জানালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'-কে। 


আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর ট্রেলার ট্যুইট করেন অমিতাভ। সঙ্গে লেখেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বা.. সকল শুভকামনা। ওর নতুন ছবি ও জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে ৪ ফেব্রুরারী, সরস্বতী পুজোর দিন।'



প্রযোজনা সংস্থার তরফ থেকে বলিউডের শেহনশা-কে ধন্যবাদ জানানো হয়েছে। বড়দিনে মুক্তি পেয়েছিল 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির বাংলা ট্রেলার।  'মিশর রহস্য' এবং 'ইয়েতি অভিযান'-এর দুর্দান্ত সাফল্যের পর ফের প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং আরিয়ান ভৌমিকের জুটিকে পেতে চলেছেন দর্শকরা। প্রকাশ্যে আসা বাংলা ট্রেলার ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। করোনা পরিস্থিতিতে প্রায় ২ বছর ধরে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। তবু নতুন বছরে কাকাবাবুকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। 


আরও পড়ুন: দীনেশ গুপ্তর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করি, খুব সাহায্য করেছেন: রেমো


অন্যদিকে, বাংলার পর এবার হিন্দিতেও দাপট দেখাতে তৈরি 'কাকাবাবু'। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyabartan)। এসভিএফ প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ((Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিক পরিচালিত এই ছবি দুটি ভাষায় একই দিনে মুক্তি পাবে বড়পর্দায়। 


গত রবিবার মুক্তি পেয়েছে নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর নতুন গান। রূপম ইসলামের গাওয়া এই গানের কথা লিখেছেন শ্রীজাত। সুরের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা কাকাবাবু সিরিজের 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত মুখোপাধ্যায়।