মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার (Preity Zinta)। সোমবার ৪৭ তম জন্মদিনে (Preity Zinta Birthday) পা দিলেন তিনি। দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। প্রীতি জিন্টার অভিনয় আর গালে টোল ফেলা হাসি সেই শুরুর দিন থেকে মন জিতে নিয়েছে দর্শকের। কখনও 'দিল সে', কখনও 'কেয়া কহেনা'। কখনও 'বীর জারা', কখনও আবার 'চোরি চোরি চুপকে চুপকে'। নানা সময়ে ভিন্ন ভিন্ন স্বাদের ছবি নিয়ে দর্শকের কাছে এসেছেন প্রীতি জিন্টা। অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়। নেট নাগরিকরা তো 'ডিম্পল কুইন'কে শুভেচ্ছা জানাচ্ছেনই। তার সঙ্গে বলিউডের অন্যান্য তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রীতি জিন্টাকে। অনুষ্কা শর্মা থেকে শিল্পা শেট্টি, ববি দেওল থেকে দিয়া মির্জা, জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রীতি জিন্টার সঙ্গে ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমার প্রিয় জিন্টা। বিগত বছরগুলোতে কত কত স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাতে চাই প্রচুর ভালোবাসা, খুশি এবং বিশ্বের সমস্ত আনন্দ। আমি জানি এই বছরের জন্মদিন তোমার কাছে সবথেকে স্পেশাল।' শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা শেট্টি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রীতি জিন্টার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় প্রীতি জিন্টা। অনেক অনেক খুশি, হাসি, ভালোবাসা আসুক জীবনে। এই শুভেচ্ছা জানাই।' 'সোলজার', 'ঝুম বরাবর ঝুম'-এর মতো ছবিতে বলিউড অভিনেতা ববি দেওলের সঙ্গে জুটি বাঁধেন প্রীতি জিন্টা। এদিন ববি দেওলও অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।



আরও পড়ুন - RRR Movie Release Date: অবশেষে ঘোষণা, এই দিন মুক্তি পাবে 'আর আর আর'


নয়ের দশকে বলিউডে আত্মপ্রকাশ হয় প্রীতি জিন্টার। 'দিল চাহতা হ্যায়', 'কোই মিল গয়া', 'কাল হো না হো' এবং আরও অনেক ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন তিনি। প্রীতি জিন্টাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ভাইয়া জি সুপারহিট' ছবিতে সানি দেওলের বিপরীতে। সম্প্রতি কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে তাঁর এবং তাঁর স্বামী জিন গুডএনাফের জীবনে যমজ সন্তান এসেছে। তাই এই বছরের জন্মদিন নিঃসন্দেহে প্রীতি জিন্টার জীবনে একটু বেশিই স্পেশাল।