কলকাতা: জট কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ছবি 'কালকক্ষ-হাউজ অফ টাইম' (Kalkokkho-House of Time)। আজ গোটা দেশ জুড়ে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বহু প্রতিক্ষীত ছবি 'জওয়ান' (Jawan)। কিন্তু মুক্তি জট কাটিয়ে, 'জওয়ান'-ঝড়ের মধ্যেও বাংলার দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে জায়গা করে নিল 'কালকক্ষ'। নন্দন ও রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে এই ছবি। 


যদিও এই প্রথম নয়, এর আগেও জাতীয় পুরস্কার পাওয়ার পরে প্রেক্ষাগৃহে ফিরতে চেয়েছিল 'কালকক্ষ'। শো পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন ছবির প্রযোজক অরোরা ফিল্মস কর্পোরেশনের বর্তমান কর্ণধার অঞ্জন বসু। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর। তবে সেসময়ে কার্যত সমস্ত প্রেক্ষাগৃহ ভর্তি 'জওয়ান'-এর শো-তে। জাতীয় পুরস্কার জেতার পরেও, উপযুক্ত হল ও শো-টাইম পায়নি 'কালকক্ষ'। বাধ্য হয়ে, ছবি মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয় নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে তাঁরা সেই কথা জানিয়েও দেন। 


আজ গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে 'জওয়ান' আর তার ঠিক পরের দিনই, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কালকক্ষ'। ছবিটি প্রথম মুক্তি পাওয়ার পরেও, বেশিদিন চলতে পারেনি। অন্যান্য ছবিকে সময় দিতে গিয়ে খুব কম সময়ের মধ্যে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নিতে হয় শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল- পরিচালিত এই ছবিকে। তবে আগামীকাল থেকে, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে নন্দন ১-এ সন্ধে সাড়ে ৬টার শো এবং 'রাধা স্টুডিও'-তে বিকেল ৪টের শো-এ দেখা যাবে এই ছবি।


'কালকক্ষ'- প্রযোজনা করেছিল অরোরা ফিল্মস। ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়ার পরে, প্রযোজক এবিপি লাইভকে (ABP Live)-কে বলেছিলেন,  'আমি সবসময় চেষ্টা করি নতুনদের সুযোগ করে দিতে। শর্মিষ্ঠা আর রাজদীপ যখন এই ছবির চিত্রনাট্য আমায় শুনিয়েছিল,  ১৫ মিনিটের মধ্যে রাজি হয়ে গিয়েছিলাম। তবে ছবি মুক্তির সময় আমায় শুনতে হয়েছিল, 'এই ছবিতে কোনও পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের মুখ বা নামকরা পরিচালক নেই। ফলে ছবিটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারব না। খুব অবাক হয়েছিলাম, মনে হয়েছিল নতুন কাজ কী তবে হবে না? প্রেক্ষাগৃহের নির্মাতাদের বলেছিলাম, এই ছবিটি যে সরিয়ে দিচ্ছেন, যদি এই ছবিই জাতীয় পুরস্কার পায়? ওঁরা বলেছিলেন, তখন সব ছবি সরিয়ে আপনাদের ছবি চালাব। ছবিটা জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার বাংলা ছবির শিরোপা পেয়েছে। কালকক্ষ নিয়ে চর্চার কারণেই আবার মুক্তির সিদ্ধান্ত নেওয়া। আশা করি এবার ছবিটা দেখতে আরও বেশি মানুষ আসবেন।'


আরও পড়ুন: Jawan : 'জওয়ান'-র জন্য গোটা থিয়েটার বুক করল শাহরুখের ফ্যান ক্লাব