আগামী ২১ ফেব্রুয়ারি, শুধু নিজের রাজনৈতিক দলের নামই ঘোষণা করবেন না কমল হাসান, তিনি সারা রাজ্য ঘুরে, সেখানকার মানুষের প্রাথমিক চাহিদা কী, কীধরনের অসুবিধার সম্মুখীন তাঁদের প্রতিদিন হতে হয়, সবকিছু বুঝে দেখার চেষ্টা করবেন।
তবে এই সফরে কোনও বিদ্রোহও ঘোষণা তিনি করবেন না, আবার এখানে থাকবে না কোনও গ্ল্যামারের চমক। এটা শুধুমাত্রই সে রাজ্যের মানুষকে কাছে থেকে চেনার, জানার এবং তাঁদের অভিজ্ঞতাকে চাক্ষুস করার একটা প্রয়াস মাত্র, জানিয়েছেন কমল হাসান। তবে এই সফর নিয়ে তাঁর একটি নিশ্চিত পরিকল্পনা রয়েছে। যেটা ধাপে ধাপে প্রকাশ্যে আসবে। এই সফরের জন্যে তাঁর মনে হয়েছে, তাঁর জন্মস্থান থেকেই শুরু করাটা সবচেয়ে সেরা। কারণ সেই জায়গার সঙ্গে তাঁর আত্মার যোগ রয়েছে। তারপর তিনি যাবেন মাদুরাই, দিনদিগুল, শিভাগনগাইয়ের বিভিন্ন জেলায়।
তাঁর এই সফরের আগে, তিনি সেখানকার মানুষের সমর্থন চেয়েছেন। তাঁর সেখানকার মানুষের প্রতি যে ভালবাসা রয়েছে, সেটাই তিনি এবার কাজে করে দেখাতে চান।