চেন্নাই: প্রিয় আম্মা হাসপাতালে ভর্তি। তাই নিজের জন্মদিন সমারোহের সঙ্গে পালন করতে চাননি অভিনেতা কমল হাসান।
আজ ৬২ বছরে পা দিলেন কমল হাসান। কিন্তু তিনি চাননি, তাঁর জন্মদিন পালন করুক অনুরাগীরা। সেইমতো অনুরোধ জানিয়েছেন তিনি, খবর ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে। কারণ, হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। গত ২২ সেপ্টেম্বর জ্বর এবং ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এআইডিএমকে সূত্রে খবর, এখন অনেকটা ভালো আছেন নেত্রী। দ্রুত সেরে উঠছেন তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কমলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সঙ্গী গৌতমী। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন তিনি।
তবে টুইটারে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে শ্রুতি হাসান।
আরও পড়ুন:
দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদ কমল হাসান-গৌতমীর
আম্মা হাসপাতালে ভর্তি, তাই জন্মদিন পালনে ‘না’ কমলের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Nov 2016 09:11 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -