চেন্নাই: শুক্রবার আচমকাই সমস্ত সোশ্যাল মিডিয়ার শিরোনামে চলে এসেছিল একটি খবর। নাস্তিক কমল হাসানের ছোট মেয়ে অক্ষরা হাসান ধর্ম পরিবর্তন করেছেন। এরপরই মেয়েকে টুইট করেন অভিনেতা বাবা। বাবার টুইটের জবাবে মেয়ে এই কথা বলেন। প্রসঙ্গত, কমল হাসানকে সকলে নাস্তিক বলেই জানেন। এখন বাবার পথেই হাঁটছেন ছোট মেয়ে অক্ষরা। অক্ষরা জানিয়েছেন, তিনি এখনও ধর্ম পরিবর্তন না করলেও, বৌদ্ধধর্মে বিশ্বাসী। বৌদ্ধ মতাদর্শে অনুপ্রাণিত অক্ষরা মনে করেন একজন ব্যক্তি জীবনের এক অন্য পর্যায়ে উন্নত হন এর মাধ্যমে। তিনি এখনও এই ধর্ম গ্রহণ না করলেও, মনেপ্রাণে বিশ্বাস করেন। চেন্নাইয়ে তাঁর আসন্ন ছবি ভিভেগাম-এর প্রচারে এসে অক্ষরা জানান তাঁর বৌদ্ধধর্মের প্রতি আকর্ষণের ব্যাপারে। শুক্রবার তাই মেয়েকে প্রকাশ্যেই টুইটে করে কমল জিজ্ঞেস করেন, সে সত্যিই তাঁর ধর্ম পরিবর্তন করেছেন কিনা? তারপর বলেন, তুমি ধর্ম পরিবর্তন করলেও, আমি তোমাকে এখনও আগের মতোই স্নেহ করি। ভালবাসার জন্যে ধর্ম নিস্প্রয়োজন, মত কমলের।