হামবুর্গ: জার্মানির হামবুর্গ শহরে একটি সুপারমার্কেটে হামলা চালাল এক সন্দেহভাজন। সে ছুরির আঘাতে একজনকে হত্যা করেছে। তার হামলায় অন্তত চারজন জখমও হয়েছেন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি। এটি সন্ত্রাসবাদী হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়।


পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুরে হামবুর্গের উত্তর প্রান্তে বার্মবেক অঞ্চলের সুপারমার্কেটে হঠাৎই ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়ে হামলাকারী। তার হাতে চাপাতি ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে পুলিশ মনে করছে, রান্নাঘরে আনাজ কাটার জন্য ব্যবহৃত ছুরি নিয়েই হামলা চালানো হয়। সুপারমার্কেটে থাকা লোকজনকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল হামলাকারী। তবে লোকজন তাকে ধরে ফেলেন। এরপর সাদা পোশাকে থাকা পুলিশকর্মীরা তাকে আটক করেন।

জার্মান সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ওই ব্যক্তি। তবে পুলিশ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, সেটাও এখনও জানা যায়নি।