কলকাতা: আজ তাঁদের আইনি বিয়ের বর্ষপূর্তি। গতবছর এই দিনই আইনিভাবে বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। আর আজ, বিশেষ দিনটা নিজেদের মতো করেই পালন করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আর শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। তাঁদের জন্য এল কী বিশেষ উপহার? সোশ্যাল মিডিয়াতেই বা একে অপরের জন্য কোন প্রেমের ইস্তেহার লিখলেন কাঞ্চন-শ্রীময়ী?


সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, 'আমার জন্য প্রেমের বিশেষ কোনও দিন হয় না। আমি প্রত্যেকদিনই প্রেমে পড়তে ভালবাসি। মিস্টার মল্লিক, আমি রোজ তোমার প্রেমে পড়ি। কিন্তু আমি যেটা বলতে পারি, তুমি আমার, পাকাপাকিভাবে, আইনিভাবে চিরকালের ভ্যালেন্টাইন... তাই আমি বলতে পারি আমার চিরকালের ভ্যালেন্টাইন-কে... হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।'


প্রেমের দিন, তার ওপর বিয়ের জন্মদিন। একে অপরকে কী উপহার দিলেন কাঞ্চন-শ্রীময়ী? শ্রীময়ী কাঞ্চনের জন্য উপহারে বিশেষভাবে তৈরি করিয়েছেন একটি চকোলেট। সেখানে রয়েছে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের সময়ে সিঁদুরদানের মুহুর্তের ছবি। গোটা ছবিটিই ফুটিয়ে তোলা হয়েছে চকোলেটের ওপর। কাঞ্চন হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই ছবিটি শেয়ার করে লিখেছেন, 'শ্রীময়ীর তরফ থেকে উপহার। পুরোটাই চকোলেটের ওপর। এত সুন্দর যে খেতেই ইচ্ছা করবে না।' আর কাঞ্চন নিজে কী উপহার দিয়েছেন বউকে? তা অবশ্য তিনি বলতে নারাজ। সেই কথা তিনি ব্যক্তিগতই রাখতে চান। 


গতবছর, এই দিনই কার্যত সবাইকে চমকে দিয়ে আইনি বিবাহ সারেন শ্রীময়ী ও কাঞ্চন। তবে সেই সময়ে খবর প্রকাশ্যে আসেনি। দিন কয়েক পরে সোশ্যাল মিডিয়ায় সইসাবুদের বিয়ে ও মালাবদলের ছবি শেয়ার করে নিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই সময়ে শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন দুজনেই। তবে পাশাপাশি ধেয়ে এসেছিল কটাক্ষ। তবে সেই সমস্ত কটাক্ষে কান দিতে নারাজ কাঞ্চন শ্রীময়ী। তাঁরা চিরকালই জীবনটাকে বেঁচে এসেছেন নিজের শর্তে।


এরপরে রাজকীয়ভাবে সামাজিক বিবাহও সারেন তাঁরা। এরপরে ২০২৪ সালের শেষের দিকে তাঁদের কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। কাঞ্চন শ্রীময়ী আদর করে তার নাম রেখেছেন কৃষভি। এখন ছোট্ট কৃষভিকে ঘিরেই কাঞ্চন ও শ্রীময়ীর সংসার।






আরও পড়ুন: Ritabhari Chakraborty: পায়ে গুরুতর চোট, শ্যুটিং বন্ধ! প্রেমিকের পাঠানো গোলাপই ঋতাভরীর ভ্যালেন্টাইন