কলকাতা: গোটা দিন আজ টলিউডের খবরের শিরোনামে রইল কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর। সেইসঙ্গে চর্চায় রইল রকুলপ্রীতের বিয়ের খবরও। দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন। 


নতুন জীবন শুরু তৃণমূল বিধায়কের, অবশেষে শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাঞ্চন


ছোট্ট.. কিন্তু সেটুকুই প্রেমের ইস্তাহার। শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj)-এর পরে, বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। এর আগে অবশ্য হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি.. তবে জনসাধারণের জন্য নয়। সোমবার সন্ধ্যায়, ফেসবুকে শ্রীময়ীর সঙ্গে বিয়ের ছবি রিল হিসেবে শেয়ার করে নিলেন কাঞ্চন মল্লিক। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট পোস্ট শেয়ার করেছেন কাঞ্চন। সেখানে একটি মাত্র ছবি কাঞ্চন-শ্রীময়ীর। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কাঞ্চন কেবল লিখেছেন, 'খুব ভালোবাসি তোকে। এভাবেই ভালোবাসা দিয়ে চিরকাল আগলে রাখিস আমায়।' সেই সঙ্গে ব্যবহার করেছেন, 'মেরি জিন্দেগি হ্যায় তু'-এর মতো প্রেমের গান। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন এই ছবি পোস্ট করতেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকেই। তবে তার সঙ্গে, পিছু ছাড়েনি কটাক্ষও। 


'তুমি আমার মিস্টার মল্লিক', মালাবদলের ছবি, প্রেমের জোয়ারে ভাসছেন শ্রীময়ী


অবশেষে তাঁদের প্রেম নাম পেল, সম্পর্ক পেল, পেল আইনি সিলমোহর। আইনি বিয়ে সারলেন তৃণমূলের সাংসদ অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনে সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের চর্চিত এই যুগল। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেল বিবাহে। ১৯ তারিখ প্রায় মধ্যরাতে প্রকাশ্যে আসে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের খবর। এরপরে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, 'জীবনে একবারই এমন মানুষ আসে, যে তোমার মন গলিয়ে দেবে। যাকে দেখলে পেটের মধ্যে প্রজাপতি উড়ছে বলে মনে হয়। যার সামনে দাঁড়ালে তোমার হাঁটু কেঁপে যায় অনায়াসে। জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায়, যে তোমার জীবনের সমস্ত ভাল ও খারাপে তোমার সঙ্গে থাকবে। এমন মানুষ পাওয়া খুব কঠিন, যে তোমার জীবনে এসে জীবনকে আলোকিত করে তোলে। এমন মানুষ যদি তোমার জীবনে আসে, তাকে যত্ন করো, ভালবাসো, আগলে রাখো, যতটা যত্ন যে প্রত্যাশা করে.. ততটাই তাঁকে দাও। তুমি আমার ভালবাসা মিস্টার মল্লিক।'


রকুল-জ্যাকির বিয়েতে থাকবেন বলিউডের এই চর্চিত জুটি, হাজির হবেন অক্ষয়-বরুণ-শাহিদও?


২১ তারিখ ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। শোনা যাচ্ছে বিয়েতে হাজির থাকতে পারেন বলিউডের অপর চর্চিত জুটি আদিত্য রায় কপূর (Aditya Roy Kapoor) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday)। ইতিমধ্যেই গোয়া পাড়ি দিতে তৈরি তাঁরা, খবর এমনই। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, আরও কয়েকজন তারকা এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন, যাঁরা বহু বছর ধরে 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে জড়িত থেকেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'জ্যাকি ও তাঁর বাবা, বর্ষীয়াণ প্রযোজক বাসু ভগনানি, দুজনেরই ইন্ডাস্ট্রির একাধিক মানুষের সঙ্গে ভাল সম্পর্ক থাকার সুনাম আছে। ফলে অতিথি তালিকায় পরিচিত নাম রয়েছে।' শোনা যাচ্ছে ভগনানি পরিবারের তরফে অক্ষয় কুমার, টাইগার শ্রফকে আমন্ত্রণ জানানো হয়েছে যাঁরা সম্প্রতি ওই প্রযোজনা সংস্থারই ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র কাজ শেষ করেছেন। এর আগেও 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে 'কাটপুতলি' ছবিতে কাজ করেছেন অক্ষয়, সঙ্গে ছিলেন রকুলপ্রীত। কেবল অক্ষয় ও টাইগারই নন, শাহিদ কপূর (Shahid Kapoor), বরুণ ধবনও (Varun Dhawan) থাকবেন বিয়েতে,খবর এমনই। 'কুলি নং ১' ছবির সময় জ্যাকির সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় বরুণের। জ্যাকির প্রযোজনা সংস্থার ব্যানারে মাইথোলজিক্যাল এপিক 'অশ্বত্থামা'য় কাজ করবেন শাহিদ, খবর এমনই। 


'বাফটা'য় সেরার শিরোপা পেলেন কিলিয়ান মারফি-এমা স্টোন, রইল বিজয়ীদের সম্পূর্ণ তালিকা


১৯ ফেব্রুয়ারি, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হয় '৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' (77th British Academy Film Awards)। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ডেভিড টেন্যান্ট (David Tennant)। এদিনের অনুষ্ঠানে ভারত থেকে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগের পুরস্কার প্রদান করেন তিনি। 'পুওর থিংস' (Poor Things) ও 'অপেনহাইমার' (Oppenheimer) অনুষ্ঠানের লাইম লাইট কেড়ে নেয় বলা চলে। ক্রিস্টোফার নোলানের ছবি এই বছরের 'বাফটা'য় ৭টি পুরস্কার পায়। এমা স্টোনের 'পুওর থিংস' ৫টি পুরস্কার পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতার মতো প্রধান সারির পুরস্কার সমস্তই যায় 'অপেনহাইমার'-এর থলিতে। ডার্ক কমেডি ঘরানার 'পুওর থিংস' ছবিতে এমা স্টোন অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ১৯৭০-এর প্রেক্ষাপটে তৈরি কমেডি ঘরানার 'দ্য হোল্ডওভার্স'-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান ডা'ভাইন জয় রানডল্ফ। যদিও গ্রেটা গেরউইগের 'বার্বি' বা মার্টিন স্করসেসের 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', কোনওটাই একটিও 'বাফটা' জিততে পারেনি এই বছরে। 


প্রথমবার 'বাফটা'র মঞ্চে, ঝলমলে শাড়িতে নজর কাড়লেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন


এই প্রথমবার 'বাফটা'র মঞ্চে দীপিকা পাড়ুকোন। ব্রিটিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় পৌঁছেও হৃদয়ে রেখেছিলেন নিজের দেশকে। তারকা ডিজাইনার সব্যসাচীর (Sabyasachi) ডিজাইন করা 'শিমারি' শাড়িতে ঝলমল করলেন অভিনেত্রী। লন্ডনের 'রয়্যাল ফেস্টিভ্যাল হল'-এর (Royal festival Hall of London) লাল গালিচায় (Red Carpet) হাঁটলেন অভিনেত্রী, শাড়ি ও তার সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ পরে। বলিউডের সকলেই প্রায় শাড়ি বা যে কোনও এথনিক পোশাকের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন সব্যসাচীর ওপর। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দীপিকা পাড়ুকোন এদিন পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন, 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে তাঁর 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ছবির জন্য। দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। 


আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভকে দাদাগিরিতে সরাসরি বিয়ের প্রস্তাব! কী উত্তর দিলেন 'দাদা'?