কলকাতা:  লাল শাড়ি, খোলা চুল আর কপালে লাল টিপ। পাশে সাদা পাঞ্চাবি আর মেরুন ধুতিতে যথাযথ সাজ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ছবির দুটি মানুষ তিনি নিজে ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তৃণমূল বিধায়ক অভিনেতার জন্মদিনে (Birthday) শুভেচ্ছা জানিয়ে এই ছবিই পোস্ট করলেন তিনি।


বছর গড়িয়ে গিয়েছে। অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে বিতর্ক কিছুটা স্তিমিত। প্রায় ১ বছর আগে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও হেনস্থা করার অভিযোগ আনেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কেবল কাঞ্চন নয়, তিনি অভিযোগ এনেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও। এই ঘটনার পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও। পাল্টা তাঁর সঙ্গে কাঞ্চনের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেন শ্রীময়ী।


আরও পড়ুন: KGF Chapter 2 OTT Rights: রেকর্ড দামে বিক্রি হল 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর ওটিটি রাইটস


এই ঘটনার পরে কাঞ্চন ও শ্রীময়ীকে এক ফ্রেমে দেখা যায়নি। রথযাত্রার অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে উপস্থিত থাকলেও ইচ্ছাকৃতভাবেই এক ফ্রেমে ধরা দেননি। তবে শিক্ষক দিবসে কাঞ্চনের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সোজাসাপ্টা পোস্ট করে সমস্ত বিতর্ককে তুচ্ছ করেন শ্রীময়ী। কাঞ্চনের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তাঁর স্পষ্ট বার্তা, বাধা আসলেও একসঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করা বন্ধ করবেন না তিনি।


কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী


আজ বিধায়কের জন্মদিনে একটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। সেখানে দেখা যায়, শাড়ি, পাঞ্জাবিতে সেজে কাঞ্চনের পাশেই রয়েছেন তিনি। কোনও রাখঢাক নয়, কাঞ্চনের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিমুখে শ্রীময়ী শুভেচ্ছা জানালেন তাঁকে। লিখলেন, 'জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক।'


এই ছবি পোস্ট করে কি ফের একবার পুরনো বিতর্ককে মনে করিয়ে দিলেন শ্রীময়ী? নাকি সত্যিই জন্মদিনে বিধায়কের সঙ্গে ছবি পোস্ট করে শ্রীময়ী বোঝাতে চাইলেন, তাঁদের সম্পর্ক নিতান্ত সাধারণ, তা নিয়ে বিতর্কের সত্যিই অবকাশ নেই!



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">