নয়াদিল্লি: ব্যবসার নিরিখে 'দঙ্গল'কে (Dangal) ছাপিয়ে এখন দুই নম্বরে 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর (KGF: Chapter 2) হিন্দি সংস্করণ। এরপর এই ছবির মাথায় আরও এক পালক। যশ (Yash) অভিনীত ছবি ওটিটি চুক্তির (OTT Deal) ক্ষেত্রেও রেকর্ড তৈরি করেছে।


'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর ওটিটি রেকর্ড


বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ছবির ওটিটিতে দেখানোর রাইটস (OTT rights) অর্থাৎ অধিকার নিয়েছে এক অত্যন্ত জনপ্রিয় ওটিটি সংস্থা। দাম শুনলে চোখ কপালে উঠবে। প্রায় ৩২০ কোটি টাকায় চুক্তি স্বাক্ষর হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৭ মে থেকে এই ছবি দেখা যাবে অনলাইনে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি।


প্রসঙ্গত 'কেজিএফ: চ্যাপ্টার ১' দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। মনে করা হচ্ছে ছবির দ্বিতীয় ভাগও ওই চ্যানেলেই দেখানো হবে। 


বক্স অফিসে রেকর্ড ব্যবসা 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর


হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। প্রতিটি ভাষাতেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। 


 






ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে জানান হিন্দি ছবির ব্যবসার এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'কেজিএফ চ্যাপ্টার ২'। 'দঙ্গল'-এর এতদিনের রেকর্ড ভেঙে দিয়ে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। ইতিমধ্যেই 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর হিন্দি ভার্সন ব্যবসা করে ফেলল ৩৯১. ৬৫ কোটি টাকার।


আরও পড়ুন: AR Rahman: বিয়ে সারলেন রহমান-কন্যা খাতিজা, শুভেচ্ছাবার্তা অনুরাগীদের


ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা যশকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডনকে।