নয়াদিল্লি: সদ্যমুক্তিপ্রাপ্ত ‘কেসরি’-র সাফল্য এখন উপভোগ করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে অক্ষয় ও পরিনীতি চোপড়া অভিনীত সিনেমা বেশ সাড়া ফেলেছে এবং ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। গত বছরেই খবর পাওয়া গিয়েছিল যে, প্যাডম্যান-এর অভিনেতাকে হরর কমেডিতে দেখা যেতে পারে। আর তা হবে তামিল সিনেমা ‘কাঞ্চনা’-র হিন্দি রিমেক। ওই সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফ, কিরারা আডবাণী ও সোভিতা ধুলিপালার নাম বিবেচনায় রয়েছে বলে জানা গিয়েছিল।
সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, সিনেমার নির্মাতারা সিনেমায় প্রধান মহিলা চরিত্রে কিরারা আডবাণীর নাম চূড়ান্ত করে ফেলেছেন। উল্লেখ্য, কিরারা ও অক্ষয় কর্ণ জোহরের ‘গুড নিউজ’ সিনেমায় অভিনয় করেছেন।
সংবাদমাধ্যের খবরে জানানো হয়েছে, সিনেমার নাম হতে পারে ‘লক্ষ্মী’। চলতি মাসের মাঝামাঝি এই সিনেমা ফ্লোরে আসতে পারে।
সূত্র উল্লেখ করে ওই খবরে জানানো হয়েছে, অক্ষয় সিনেমার প্রধান চরিত্রে থাকবেন। ওই চরিত্রের ওপর ভর করবে এক আত্মা। কিরারাকে দেখা যাবে গার্লফ্রেন্ডের চরিত্রে। মূল সিনেমায় এই চরিত্রটির সে রকম কোনও তাত্পর্য্যপূর্ণ ভূমিকা ছিল না, কিন্তু হিন্দি রিমেকে চরিত্রটি গুরুত্বপূর্ণ হবে। হিন্দি সিনেমার দর্শকদের কথা মাথায় রেখে সিনেমার চিত্রনাট্যে কিছু পরিবর্তন করা হয়েছে।
রাঘব লরেন্স কাঞ্চনার পরিচালক ছিলেন। হিন্দি রিমেকও তিনিই পরিচালনা করবেন। শাবিনা খান ও তুষার কপূর সিনেমার প্রযোজনা করবেন বলে খবর। অক্ষয়ের ‘রাউডি রাঠোর’ সিনেমার সহকারী প্রযোজক ছিলেন শাবিনা। ওই সংবাদমাধ্যমকে শাবিনা জানিয়েছেন, কাঞ্চনা রিমেকের জন্য কিরারর সঙ্গে চুক্তি হয়েছে।
‘কাঞ্চনা’ রিমেক: অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে কিরারা আডবাণীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2019 04:40 PM (IST)
গত বছরেই খবর পাওয়া গিয়েছিল যে, প্যাডম্যান-এর অভিনেতাকে হরর কমেডিতে দেখা যেতে পারে। আর তা হবে তামিল সিনেমা ‘কাঞ্চনা’-র হিন্দি রিমেক।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -