মুম্বই: অভিনেতা আদিত্য পাঞ্চোলির দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় অভিনেত্রী কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলকে সমন পাঠাল আন্ধেরি আদালত। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেদিন কঙ্গনা ও তাঁর বোনকে আদালতে হাজির হতে হবে।
আদিত্যর আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তব জানিয়েছেন, ‘মোট চারটি সমন জারি করেছে আদালত। একটি আদিত্য পাঞ্চোলি বনাম কঙ্গনা রানাউত মামলায়, দ্বিতীয়টি আদিত্য পাঞ্চোলি বনাম রঙ্গোলি চান্দেল মামলায়, তৃতীয়টি জারিনা ওয়াহাব বনাম কঙ্গনা রানাউত মামলায় এবং চতুর্থটি জারিনা ওয়াহাব বনাম রঙ্গোলি চান্দেল মামলায়।’
২০১৭ সালে একটি সংবাদমাধ্যমে আদিত্য ও তাঁর স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন কঙ্গনা। তাঁর বোন ট্যুইটারে আদিত্য ও তাঁর স্ত্রী সম্পর্কে মন্তব্য করেন। এই কারণেই মানহানির মামলা দায়ের করেন আদিত্য ও তাঁর স্ত্রী। সেই মামলা এখনও চলছে।
আদিত্য পাঞ্চোলির দায়ের করা মানহানির মামলায় কঙ্গনা ও তাঁর বোনকে আন্ধেরি আদালতের সমন
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2019 06:44 PM (IST)
২০১৭ সালে একটি সংবাদমাধ্যমে আদিত্য ও তাঁর স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন কঙ্গনা। তাঁর বোন ট্যুইটারে আদিত্য ও তাঁর স্ত্রী সম্পর্কে মন্তব্য করেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -