কঙ্গনা লিখেছেন, মা দুর্গা আমাকেই নিজের মন্দির তৈরির জন্য বেছেছেন। আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য যা বানিয়েছেন, আমরা তাকে এগিয়ে নিয়ে যাব। দেবী মা খুবই দয়ালু। তিনি আমার এই ভক্তি গ্রহণ করবেন। কোনও একদিন এমন একটা মন্দির বানাতে চাই যা দারুণ সুন্দর হবে, যেখানে মায়ের মহিমা বিরাজ করবে। এটা আমাদের সভ্যতার জন্য তৈরি হবে। জয় মাতা দি। সোস্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতেই নানা ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। কঙ্গনার ঘোষণার প্রশংসা করেন অনেকেই।
ছবিতে কঙ্গনাকে মন্দিরে পুজো করতে দেখা যাচ্ছে। কঙ্গনা সম্প্রতি থালাইভি ছবির শ্যুটিং শেষ করেছেন।