মানালি: আপাতত মানালিতে কঙ্গনা রানাওয়াত। সেখানেই তাঁর বাড়ি, ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। ইংরেজি নতুন বছর তিনিও সেলিব্রেট করলেন ঠিকই, তবে কোনও ক্লাব বা পার্টিতে গিয়ে নয়। বাড়ির লোকের সঙ্গে ঘরে বসে চলল তাঁর সিঙারা উৎসব।

কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেল টুইটারে শেয়ার করেছেন ছবিটি।




রঙ্গোলির বছরখানেকের একটি ছেলে রয়েছে। নাম পৃথ্বী। ফুটফুটে পৃথ্বী সারাক্ষণ থাকে তার মাসির কাছে।




কঙ্গনা রান্নাও করেছেন সকলের জন্য। গাজরের হালুয়া।


২৫ তারিখ মুক্তি পাবে কঙ্গনার মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবিটি। ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত থাকার ফাঁকেই ছুটি কাটাতে বাড়ি গিয়েছেন তিনি।