কলকাতা: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বলিউডের পরিচিত মুখ কাদের খান। তাঁর বয়স হয়েছিল ৮১। কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন এই জনপ্রিয় অভিনেতা।

তাঁর ছেলে সরফরাজ জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সন্ধে ৬টা নাগাদ কাদের খান মারা গিয়েছেন। বিকেল থেকে কোমায় চলে যান তিনি। ১৬-১৭ সপ্তাহ ধরে ওই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। তাঁদের গোটা পরিবার থাকে কানাডায় তাই কানাডাতেই হবে তাঁর শেষকৃত্য।

পরশু রাতেও কাদের খানের মৃত্যুর গুজব ছড়ায় কিন্তু তাঁর ছেলে অস্বীকার করেন এই খবর।

কাদের খানের জন্ম আফগানিস্তানের কাবুলে। ১৯৭৩-এ রাজেশ খান্নার দাগ ছবি দিয়ে তাঁর বলিউডে পা রাখা। ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। আশি-নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন মজাদার চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত এই অভিনেতা। তাঁর লেখা চিত্রনাট্যও অসাধারণ জনপ্রিয়তা পায়, ডায়ালগ লিখেছেন ২৫০-র বেশি ছবিতে। মনমোহন দেশাই ও প্রকাশ মেহরার মত পরিচালকের বহু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। লেখেন ধরমবীর, গঙ্গা যমুনা সরস্বতী, কুলি, দেশপ্রেমী, সুহাগ, পরভারিশ, এমনকী অমর আকবর অ্যান্টনি-র মত হিট ছবির চিত্রনাট্য। আবার জ্বালামুখী, শরাবি, লাওয়ারিস, মুকাদ্দর কা সিকান্দর-এর মত ছবিরও চিত্রনাট্য তাঁর লেখা।