মুম্বই: তাঁর ও সুশান্তের যুদ্ধটা অনেকটা একইরকমের। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই এমনটা দাবি করে আসছেন কঙ্গনা। এমনকী দুজনের শত্রুরাও একই গোষ্ঠীর বলে বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সুশান্তের সঙ্গে একটি ছবি করারও কথা ছিল তাঁর। কিন্তু হৃতিক তাঁকে আইনি নোটিশ পাঠানোয় ছবিটি করা যায়নি, দাবি অভিনেত্রীর।
কঙ্গনার দাবি, ছবিটি ছিল হোমি আদজানিয়ার। চলচ্চিত্র নির্মাতার অফিসের পথেই পা বাড়িয়েছিলেন। ঠিক তখনই হৃতিকের আইনি নোটিশ আসে হৃতিকের তরফে।
" আমার মনে আছে, হোমি আমায় ওঁর অফিসে ডাকলেন। আমি যাব বলেই তৈরি হচ্ছিলাম। ঠিক তখনই বেশ কিছু ফৌজদারি অভিযোগ এনে হৃতিক নোটিশ পাঠান। আমি প্রায় স্তম্ভিত হয়ে হোমির অফিসে যাই। আমাকে উনি একটি লাভ স্টোরি শোনান। কিন্তু আমি তখন মন দিতে পারছিলাম না। আমি এতটাই আঘাত পেয়েছিলাম।", সংবাদমাধ্যমকে জানান কঙ্গনা।
তিনি বলেন, মনটা খুব খারাপ ছিল বলেই সেই সময় ছবিতে রাজি হইনি। না হলে ছবিটা নাকি করতেন কঙ্গনা।
" আমি ওঁকে বলেছিলাম, আবার যাব দেখা করতে। সেই সময় এমন মনের অবস্থা ছিল, ওই একটা বছর কোনও ছবিতে সই করিনি। ঠিক ভাবে মনেও নেই কী গল্প ছিল। তবে প্রেমের গল্প ছিল, মনে আছে।...ওই সময় ছবিটা করলে কি আমাদের জীবন অন্যরকম হত? " প্রশ্ন কঙ্গনার।
হৃতিকের জন্যই সুশান্তের সঙ্গে ছবিটা হতে হতেও হয়নি, দাবি কঙ্গনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2020 02:23 PM (IST)
কঙ্গনার দাবি, ছবি হোমি আদজানিয়ার। চলচ্চিত্র নির্মাতার অফিসের পথেই পা বাড়িয়েছিলেন। কী এমনি ঘটিয়েছিলেন হৃতিক?
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -