কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ফের টুইটে দ্বন্দ্বে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল প্রথমে টুইট করেন, সবার আগে পড়ুয়াদের স্বার্থ। আপনাদের উদ্বেগের কথা মাথায় রেখেই বলছি, ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্ট, ৩০ জুলাই দিল্লি হাইকোর্ট ও ৩১ জুলাই বম্বে হাইকোর্টে মামলা। উপাচার্যদের ঢাল হিসেবে না দাঁড়িয়ে এদিকে নজর দিন। উপাচার্যদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে।






এর জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা টুইট, ধন্যবাদ মহামান্য রাজ্যপাল মহোদয়। পুরনো কাসুন্দি কেন ঘাঁটছেন? ইউজিসি তো নিজেই ৬ তারিখের বিবৃতি বাতিল করতে পারত। কোর্টের অপেক্ষা কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন। বাংলার ছাত্র সমাজের ভবিষ্যতকে ঢাল করবেন না। মুখ্যমন্ত্রীর আহ্বানে ইউজিসি সাড়া দিক।