মুম্বই: চিন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে কঙ্গনা রানাউতের। নিজের স্টোরিতে লম্বা মেসেজে এই কথাই লিখছেন বলিউডের 'ঝাঁসি কী রানি'।
আজ সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখছেন, 'শেষ রাতে আমি একটা ইনস্টাগ্রাম অ্যালার্ট পেলাম যে আমার প্রোফাইলটি চিন থেকে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এরপর সকালে তালিবান সংক্রান্ত আমার সমস্ত পোস্ট আর স্টোরি উড়ে যায়। আমার ইনস্টাগ্রাম থেকে কোনও ফোন করা যাচ্ছিল না। আর আমি যখনই ইনস্টাগ্রাম থেকে কিছু লিখতে যাচ্ছি, বার বার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাচ্ছিল। শেষমেষ আমি আমার বোনের ফোন থেকে এই স্টোরিটা দিচ্ছি কারণ আমার অ্যাকাউন্টটা ওর ফোনে লগ ইন করা রয়েছে। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। অবিশ্বাস্য!'
এর আগে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন ও ফল ঘোষণা হওয়ার পর কঙ্গনা নিজের অ্যাকাউন্ট থেকে বেশ কিছু উস্কানিমূলক পোস্ট করেছিলেন বলে অভিযোগ ছিল।
আগামীতে 'থালাইভি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আপাতত, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কঙ্গনা ও নওয়াজই এই ছবির মূল জুটি। প্রসঙ্গত, এর আগেও রুপোলি পর্দায় সফলভাবে প্রযোজনা করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা' দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটি বক্স অফইসে ব্য়বসা করেছিল দীর্ঘদিন। ছবিতে কঙ্গনার বিপরীতে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা যীশুকে।
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে তোলপাড় চলেছে বলিউডে। অনেকেই নিজের মতামত সামনে রেখেছেন। নিজের মত জনগণের কাছে তুলে ধরতে ইনস্টাগ্রাম স্টোরিকে বেছে নিলেন কঙ্গনা রানাউত। আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, 'এই জন্যই আমি বলি, সিনেমা ইন্ডাস্ট্রি একটা চকচকে জিনিস। তবে সেই সমস্ত চকচকে জিনিস সোনা হতে পারে না। আমার আগামী কাজ 'টিকু ওয়েডস শেরু'-তে আমি বলিউডের এমনই অনেক অন্ধকার দিকের কথা তুলে ধরতে চলেছি। আমাদের একটা স্বচ্ছ ভাবমূর্তির সিস্টেম দরকার আর অবশ্যই, সাংস্কৃতিক পরিবেশ'।