মুম্বই: পৃথিবীর অন্যতম জনপ্রিয় অভিনেতা। সম্পদের নিরিখে ধারেকাছে নেই হলিউড তারকারাও। সেই শাহরুখ খানের থেকে নিজেকে এগিয়ে রাখলেন বলিউডের অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, শাহরুখের থেকে অনেক বেশি সংঘর্ষ তাঁকে করতে হয়েছে বলে দাবি করলেন তারকা সাংসদ। (Kangana Ranaut)
দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন কঙ্গনা। তাঁকে বলতে শোনা যায়, “আমি এত সফল হলাম কী করে? এমন একজনও হয়ত নেই, যিনি গ্রাম থেকে এসে মূলধারা এত সাফল্য পেয়েছেন। আপনারা শাহরুখ খানের কথা বলেন। ওঁরা দিল্লির লোক, কনভেন্টে পড়াশোনা। আমি এমন গ্রাম থেকে এসেছি যে মানুষজন ভাম্বলার নামই শোনেননি।” (Shah Rukh Khan)
কঙ্গনা আরও বলেন, “অনেকে মানতে না-ই পারেন, কিন্তু আমার এমনই মনে হয়। আমি অত্যন্ত সৎ, অন্যের বেলায় নয় শুধু, নিজের বেলাতেও।” (Bollywood News)
কঙ্গনার এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানাননি শাহরুখ। তবে সোশ্যাল মিডিয়ায় নায়িকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। কোনও ভাবেই শাহরুখের সঙ্গে কঙ্গনার তুলনা চলে না বলে মন্তব্য করেছেন কেউ কেউ। কঙ্গনা যে মোটেই দরিদ্র পরিবারের মেয়ে নন, এমন দাবিও করেছেন কেউ কেউ। কঙ্গনা ভাল অভিনেত্রী হলেও, এই ধরনের মন্তব্য করে নিজেই নিজেকে খোরাক করে তুলছেন বলেও মত শাহরুখের অনুরাগীদের একাংশের।
কঙ্গনা এবং শাহরুখের মধ্যে পার্থক্য় বোঝাতেও দেরি করেননি নেটিজেনরা। শাহরুখ যেরকম বিনয়ী, মার্জিত, তাঁর ছিটোফোঁটাও কঙ্গনার মধ্যে নেই বলে দাবি করেন কেউ কেউ। হিমাচল প্রদেশের বন্যার কথাও কঙ্গনাকে স্মরণ করিয়ে দেন অনেকে। তাঁরা জানান, সাংসদ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো দূর, বরং নিজের দুঃখ সকলকে শোনাচ্ছিলেন কঙ্গনা। আর শাহরুখ পঞ্জাবের বন্যায় সর্বস্ব হারানো ১৫০০ পরিবারকে দত্তক দিয়েছেন। এখানেই দু’জনের মধ্যে বিস্তর ফারাক বলে দাবি করেন নেটিজেনরা।
১৯ বছর বয়সে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন কঙ্গনা। যত সময় এগিয়েছে, ভাল অভিনেত্রী হিসেবে বলিউডে নিজে প্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা। পেয়েছেন চার-চারটি জাতীয় পুরস্কারও। কিন্তু অভিনয় ক্ষমতার জন্য যত প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন একাধিক মন্তব্যের জন্য। রাজনীতিতে প্রবেশের পরও সেই ধারা বজায় রয়েছে। প্রকাশ্যে মন্তব্য প্রত্যাহারও করতে হয়েছে তাঁকে। শাহরুখকে নিয়ে এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি করলেন কঙ্গনা।