নয়াদিল্লি: একসঙ্গে নতুন জীবনে প্রবেশ করলেও, সংসারে নারী-পুরুষের অবস্থান মোটেও সমান নয়। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘Mrs.’-এ বিষয়টি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি একদিকে, দর্শক এবং সমালোচকদের ভূয়সী কুড়িয়েছে যেমন, তেমনই অনেকে মেয়েদের সমস্যাকে বড় করে দেখানোর অভিযোগও তুলেছেন কেউ কেউ। সেই বিতর্কে এবার যোগ দিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ছবিটি বিবাহবিচ্ছেদে ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ তাঁর। (Kangana Ranaut)

OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলেও, এই মুহূর্তে সকলের মুখে মুখে ফিরছে ‘Mrs.’ ছবিটি। নিজেদের মতামত তুলে ধরছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন কঙ্গনাও। তাঁর কথায়, ‘ছোট থেকে বড় হতে হতে এমন একজন মহিলাও দেখিনি, যিনি সংসারকে নিজের মতো করে চালনা করেননি। কখন খাওয়া হবে, কখন ঘুমানো হবে, কখন বাইরে যাওয়া যাবে, তাঁদের নির্দেশেই হতো সব। স্বামীর কাছ থেকে পাই পয়সার হিসেব নিতেন। স্বামী হিসেব দিতেনও। পুরুষদের ঘন ঘন বাইরে যাওয়া, বন্ধুদের সঙ্গে পানের আসরে যোগ দেওয়া নিয়েই শুধু মতবিরোধ ছিল’। (Sanya Malhotra)

নিজের পরিবারের উদাহরণ টেনে কঙ্গনা লেখেন, ‘বাবা যখনই বাইরে খেতে চাইত, মা আমাদের সকলকে বকুনি দিত। কারণ নিজের হাতে রান্না করে আমাদের খাইয়ে আনন্দ পেত মা। এতে অনেক কিছুর উপরই নিয়ন্ত্রণ থাকত মায়ের-পরিচ্ছন্নতা থেকে পুষ্টি। বয়স্করা ছেলেমেয়েদের দেখভাল করতেন, মানসিক ভাবে পাশে থাকতেন’।

এ প্রসঙ্গে শাস্ত্রের উল্লেখও টেনে আনেন কঙ্গনা। তাঁর মতে, আগের প্রজন্ম নিঃস্বার্থ ভাবে বড়দের সেবা করে যেতেন। কখনও কোনও প্রশ্ন করতেন না। বলিউড বৈবাহিক সম্পর্ক নিয়ে যে ধারণা রয়েছে, তাও বিকৃত করছে বলে অভিযোগ কঙ্গনার। তাঁর বক্তব্য, ‘বলিউডের প্রচুর ছবি বিয়েকে বিকৃত করে দেখিয়েছে।  বিয়ে যেমন হওয়া উচিত, এদেশে বরাবর তেমনই থেকেছে। বিয়ের একটিই অভিপ্রায়, ধর্ম অর্থাৎ কর্তব্য। ব্যাস, নিজের কর্তব্য পালন করুন। কর্তব্য পালন করুন, ভবিষ্যতের দিকে এগিয়ে যান। জীবন খুব ছোট। সময় দ্রুত কেটে যায়। সকলের মান্যতা পেতে গেলে, সবেতে ফুটেজ চাইলে একাকী হয়ে যেতে হবে। জীবনে থেকে যাবেন শুধু থেরাপিস্ট’।

কঙ্গনার কথায়, ‘শাস্ত্রে বলা আছে, অন্য কোনও ব্যক্তি, সাফল্য, সম্পদ, বিয়ে, পার্থিব কিছুতেই আনন্দ নেই। এসব থেকে সন্তুষ্টি মেলে না। পরমাত্মার সঙ্গে পুনর্মিলনের মধ্যেই আসলে সুখ। তাই সঠিক জায়গায় সুখের সন্ধান করুন। এছাড়া নিজের কর্তব্য পালন করে যান। সুখের সন্ধান করতে যাবেন না। কিন্তু ভাবনার সীমাবদ্ধতা থেকে বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানকে ভেঙে দেবেন না। যৌথ পরিবারই আমাদের শক্তি। বিবাহবিচ্ছেদে উৎসাহ জোগাবেন না। বয়স্ক মা-বাবাকে দেখব না, সন্তান নেব না, এমন কাজে উৎসাহ জোগাবেন না তরুণ প্রজন্মকে। দেশের নাগরিক হিসেবে শিকড়ের সঙ্গে জুড়ে থাকতে হবে আমাদের, ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে হবে’। 

‘Mrs.’ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মলয়ালি ছবি ‘The Great Indian Kitchen’-এর রিমেক। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সানিয়া মালহোত্র। এর আগে, অভিনেত্রী হিসেবে কঙ্গনার ভূয়সী প্রশংসা করেছিলেন সানিয়া। কিন্তু কঙ্গনা তাঁর ছবির সমালোচনা করলেন।