মুম্বই :  'পাঠান'-এ (Pathaan) বিমোহিত আট থেকে আশি। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করেছে  এসআরকের ছবি। আসমুদ্র হিমাচল পাঠানে মুগ্ধ। ফিল্ম সমালোচক থেকে ভক্তকুল, সকলেই উচ্ছ্বসিত শাহরুখের অ্যাকশনে। দীপিকার লাস্যে। জনের অভিনয়ে আর মারকাটারি ভিস্যুয়াল এফেক্টে। অথচ এই ছবির প্রথম গান মুক্তির পর থেকেই গেরুয়া শিবিরের একাংশের তরফে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু জনপ্রিয়তার ঢেউ সব সমালোচনাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তবে এখনও বিপরীত অবস্থানে কঙ্গনা রানাউত। 


কঙ্গনার কটাক্ষ


'পাঠান'-এর মারকাটারি ব্যবসাকে কটাক্ষ করে অভিনেত্রী ( Kangana Ranaut ) লিখেছেন, ' যাঁরা পাঠানকে ঘৃণার ওপর ভালোবাসার জয় বলে দাবি করছেন, আমি একমত । কিন্তু কার ঘৃণার ওপর কার ভালোবাসা? আসুন সুনির্দিষ্টভাবে বলা যাক, কে টিকিট কিনছে এবং এটিকে সফল করছে? হ্যাঁ এটি ভারতের ভালবাসাই বটে, যেখানে আশি শতাংশ হিন্দু বসবাস করে। তবুও পাঠান নামে একটি চলচ্চিত্র..যা আমাদের শত্রু দেশ পাকিস্তান এবং ISIS কে ভাল হিসেবে দেখায়, সেই ছবি সফলভাবে চলছে। এই চেতনাই ঘৃণা এবং বিচারের ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশ যে মহান, তা তুলে ধরে। এটি ভারতের ভালবাসা যা ঘৃণা এবং শত্রুদের ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে। কিন্তু যাঁরা উচ্চাশা করছেন তারা দয়া করে খেয়াল করুন… পাঠান শুধুমাত্রই একটি ছবি। যা রয়ে যাবে এখানে, তা হল জয় শ্রী রাম ধ্বনি। 


আরও পড়ুন :


পাঠান দেখতে গিয়ে বিপত্তি, কান্দিতে সিনেমা হলের চাঙড় ভেঙে আহত ৫


 



মুক্তির দিনই  অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায় 'পাঠান'-এর। এদিন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলেছে 'পাঠান'-এর সৌজন্যে।'


'পাঠান' দেখার পরে অনুরাগ কাশ্যপ বলছেন, 'শাহরুখ খানকে এত সুন্দর, এত অপূর্ব আগে কখনও লাগেনি। আমি ওকে দেখতে এসেছিলাম, আমার মন ভাল হয়ে গিয়েছে। আর এত ভয়ঙ্কর অ্যাকশন শাহরুখ নিজের কেরিয়ারে এই প্রথমবার করল। আমার তো মনে হয় না এই ধরনের অ্যাকশন ও আর করেছে। এই ছবিটার জন্য শরীরচর্চা করে শাহরুখ যে শারীরিক গঠন তৈরি করেছে, সেটা প্রশংসনীয়।'