মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় মাদকের যোগসাজশের অভিযোগকে কেন্দ্র করে তিনদিন টানা জেরার পর অবশেষে মঙ্গলবার গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার বান্ধবীকে নার্কোটিকস কন্ট্রোল ব্য়ুরো (এনসিবি) হেফাজতে নিয়েছে বলে খবর। তিনিই এই মামলায় মূল অভিযুক্ত। এদিকে যে কঙ্গনা রানাউত শুরু থেকেই সুশান্তের মৃত্য়ু স্বাভাবিক, মামুলি ব্যাপার নয় বলে দাবি করে সোজাসুজি তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবিতে সরব হয়েছেন, তিনি আজ রিয়ার গ্রেফতারির পর বললেন, এবার ওর মুখ খোলার সময় হয়েছে। বলিউডের নামী অভিনেত্রীর সংযোজন, আমি সবসময় বলি, রিয়া বলির পাঁঠা মাত্র। হতে পারে, ও ছোটখাটো সুযোগসন্ধানী, টাকাপয়সার গন্ধে ছেলেদের সঙ্গ ধরা, বা ড্রাগে আসক্ত, কিন্তু এখন ওর উচিত সুশান্তের মহা পতনের পিছনে থাকা আসল মাথাদের নামগুলো প্রকাশ করা, কে ওর কেরিয়ার শেষ করে দিল? কে ওর ছবি কেড়ে নিল? কে ওর সুনাম ধ্বংস করল, আর সবচেয়ে বড় কথা, কে ওকে মাদক দিয়েছে? ওর এখন প্রত্যেকের মুখোশ খুলে দেওয়া উচিত নয়তো খুব দেরি হয়ে যাবে।
সুপ্রিম কোর্ট সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দেওয়ার পর কঙ্গনা তাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, আমার আনন্দের সীমা নেই কেননা এই প্রথম সঙ্ঘবদ্ধ বিবেকের শক্তি অনুভব করছি। প্রতিটি মানুষ বাকিদের সঙ্গে জোট বেঁধে এটা সম্ভব করেছেন, কীভাবে প্রত্যেকে সুশান্তের পক্ষে দাঁড়িয়েছেন। বলিউডে বাইরে থেকে আসা ছেলেমেয়ে, কম সুবিধাভোগীদের প্রতি বঞ্চনা করা হয়। কিন্তু এক্ষেত্রে গোটা দুনিয়া, শুধু ভারত নয়, সমর্থন করেছে।
শুরু থেকেই কঙ্গনা সুশান্তের জন্য ন্যয়বিচার চেয়ে মুখর, এমনকী একটি ভিডিও বের করে তিনি ছিছোড়ের মতো সুশান্তের ছবিকে স্বীকৃতি না দিয়ে গালি বয়-কে ঢেলে পুরস্কার দেওয়ায় একটি পুরস্কার বিতরণী শোয়েরও প্রবল সমালোচনা করেন। ‘জাস্টিস ফর সুশান্ত’ প্রচারেও পূর্ণ সমর্থন করেন তিনি।
রিয়া বলির পাঁঠা, আসল মাথাদের নাম বলে দেওয়া উচিত ওর, বললেন কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Sep 2020 10:06 PM (IST)
কঙ্গনা আজ রিয়ার গ্রেফতারির পর বললেন, এবার ওর মুখ খোলার সময় হয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -