অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বাজারে আই ফোনের নতুন মডেল নিয়ে ইতিমধ্যেই খবর ফাঁস হয়ে গিয়েছে। নানা সূত্র বলছে, আই ফোন ১২-র চারটি মডেল আসছে। ৫.৪ ইঞ্চি আই ফোন ১২, ৬.১ ইঞ্চি আই ফোন ১২ ম্যাক্স, ৬.১ ইঞ্চি আই ফোন ১২ প্রো এবং ৬.৭ ইঞ্চি আই ফোন ১২ প্রো ম্যাক্স।
প্রযুক্তিগতভাবে আই ফোন ১২ নয়া ঝাঁ চকচকে ডিজাইনের হবে যাতে থাকছে ওএলইডি ডিসপ্লে, ৫ জি কানেকশনের সুবিধা। অনেক উন্নত ক্যামেরা, আরও ভাল ব্যাটারি ব্যাক আপ–সহ নানান নতুন ফিচার্স। সম্ভবত যার দাম হতে চলেছে ৬৪৯ ডলার।
আই ফোন নিয়ে গ্যাজেটপ্রেমীদের মাতামাতি বরাবরই। কেউ কেউ উন্নত প্রযুক্তির আই ফোনের অপেক্ষায় থাকেন না, কিন্তু তাঁদের অনেকেই আবার অ্যাপল ওয়াচের ভক্ত। শুধু আই ফোন নয়, অ্যাপল ওয়াচের যে নয়া মডেল আসতে চলেছে তা নিয়েও গুঞ্জন কম নয়। একাংশের মতে এই সিরিজের অ্যাপল ওয়াচে থাকছে নানান বৈশিষ্ট্য। স্লিপ ট্র্যাকিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক ব্যবস্থা সহ আরও বেশকিছু আপডেটেড বিষয়। এই ঘড়ির ব্যাটারি লাইফ অনেক উন্নত। ওয়াটার প্রুফিং ব্যবস্থাও অনেক মজবুত।
মনে করা হচ্ছে ২২ সেপ্টেম্বর হয়তো ভার্চুয়ালি লঞ্চ করতে পারে অ্যাপল। আগে বেশ কয়েকবার এমন হয়েছে, যে, সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে নতুন সিরিজের ঘোষণা করেছে অ্যাপল। কিন্তু এবছর অতিমারীর জেরে সব পরিকল্পনা পাল্টে গিয়েছে। তবে অ্যাপলের তরফে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে তা হল, এ বছর অতিমারীর জেরে সেপ্টেম্বরের শেষে নয়, হয়তো অক্টোবরে লঞ্চ হতে পারে তাদের নতুন সিরিজ।