কলকাতা: ছোটবেলা থেকেই ফ্যাশনের প্রতি আকর্ষণ ছিল তার। নিজের পোশাক নিজেই ডিজাইন করতেন তিনি, সাজগোজও করতেন ইচ্ছামতো। কিন্তু তাঁর মা কখনও মেকআপ করতেন না, নজর ছিল না সাজগোজেও। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)-এর সাজগোজের সঙ্গী ছিলেন কে?
সোশ্যাল মিডিয়ায় নিজের চাচি (কাকিমা)-র একটি ছবি ভাগ করে নিয়েছেন কঙ্গনা। সেখানে তাঁর কাকিমা বিয়ের সাজে সেজেছেন। কঙ্গনা লিখছেন, 'আমার মা কখনও লিপস্টিকও পরতেন না। কিন্তু একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠার সমস্ত মজা, সুযোগ সুবিধা পেয়েছি আমি। বেশিরভাগ সময়টা আমি আমার চাচির সঙ্গে কাটাতাম। চাচির পোশাক পরতাম, ওঁর মেকআপ নিয়ে ব্যবহার করতাম। লিকস্টিক, আই শ্যাডো ব্যবহার করতাম। নষ্টও করেছি প্রচুর। উনি ধৈর্য্য ধরে আমার সমস্ত অত্যাচার সহ্য করতেন। ওঁর মতো শান্ত মানুষ আমি ২ জন দেখিনি।'
হিমাচলের এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল অভিনেত্রীর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোট থেকেই পুত্র ও কন্যাসন্তানের মধ্যে বিভেদে আপত্তি ছিল তাঁর। বাবা যদি তাঁকে একটি পুতুল ও দাদাকে একটি খেলনা বন্দুক এনে দিতেন, তিনি প্রশ্ন করতেন, এই ধরণের বৈপরীত্য কেন। কঙ্গনার দাবি, ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। বাবা-মা চেয়েছিলেন কঙ্গনা চিকিৎসক হোন।
চণ্ডীগড়ের ডিএভি স্কুলে পড়াশোনা করতেন কঙ্গনা। তবে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অকৃতকার্য হন তিনি। অল্পবয়স থেকেই ফ্যাশন ডিজাইনে আগ্রহ ছিল তাঁর। এরপর খুব অল্প বয়সেই মডেলিং ও ফ্যাশনে মন দেন কঙ্গনা। বাবা-মা মেডিক্যাল পরীক্ষায় বসতে বললেও রাজি হননি কঙ্গনা। মাত্র ১৬ বছর বয়সে তিনি দিল্লি চলে আসেন।
দিল্লিতে এসে প্রথমে মডেলিংকে পেশা হিসেবে বাছেন কঙ্গনা। বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেন। কিন্তু কিছু কাজ করার পরেই কঙ্গনার মনে হয়, এই কাজে সৃষ্টিশীল কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। এরপরে থিয়েটারে যোগ দেন কঙ্গনা। বেশ কিছুদিন প্রশিক্ষণও নেন। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে। থিয়েটারের শো-এর দিন হঠাৎ একজন অভিনেতা আসতে পারেন না। এদিকে অনুষ্ঠান মঞ্চস্থ হতে কিছুটা সময় বাকি। কঙ্গনা একই শো-তে পুরুষ অভিনেতা ও নারী অভিনেতা দুজনের চরিত্রেই অভিনয় করেন। দর্শকদের মধ্যে প্রশংসিত হয় গোটা বিষয়টি। এরপরই অভিনয় নিয়ে ভাবতে শুরু করে কঙ্গনা। নেন মুম্বই যাওয়ার সিদ্ধান্ত।
আরও পড়ুন: Priyanka Chopra : 'আমি যাই করি না কেন মানুষ ভুল খুঁজে বের করবে', কেন এমন বললেন প্রিয়ঙ্কা?