কলকাতা: কিছুদিন আগে সঞ্চালকের ভুল শোধরাতে গিয়ে নিজের দেশের ছবি নিয়ে ভুল করে বসেছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)! বলিউড সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে অস্কারের মঞ্চে যাওয়া ছবি 'আরআরআর' (RRR)-কে 'তামিল ছবি' বলে মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী! তারপরই বিতর্ক শুরু হয় সব মহলে।


এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি পি গি চপস (Priyanka Chopra) জানান, 'আমি যাই করি না কেন, মানুষ ভুল খুঁজে বের করবেই। আমি মনে করি কিছু মানুষ এটা কিছুটা উপভোগ করে। আগে আমি অনেক বেশি মুক্তমনা ছিলাম, কিন্তু এখন আমি একটু বেশিই সতর্কতা অবলম্বন করি। কারণ আমার চিন্তা করার জন্য আমার পরিবার আছে। আপনি জীবনে যত উপরে যাবেন, লোকেরা তত বেশি আপনার পতনের কারণ খুঁজবে। কিন্তু একই সঙ্গে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের কাছ থেকে আমার অনেক ভালবাসা এবং সমর্থন পেয়েছি আর আমি এটাতেই ফোকাস করতে পছন্দ করি।'


আরও পড়ুন...


Sushmita Sen: এখন কেমন আছেন সুস্মিতা সেন? জানালেন অভিনেত্রীর ভাই


ঠিক কী ভুল করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া?


সম্প্রতি পডকাস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। হলিউডের এক সঞ্চালক সাক্ষাৎকারটি সঞ্চালনা করছিলেন। সেখানেই উঠে আসে নাটু নাটু (Natu Natu) গানের প্রসঙ্গ। 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হয়েছে ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। সেই প্রসঙ্গে কথা বলার সময় 'আর আর আর' (RRR)-কে বলিউড ছবি বলে উল্লেখ করেন সঞ্চালক। 


কথার মাঝখান থেকে থামিয়ে ভুল শুধরে দেয় প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। বলেন, 'বলে রাখি, বলিউড নয়, আর আর আর' একটি তামিল ছবি। মেগা ব্লকবাস্টার, যেমনটা অনেক তামিল ছবির (Tamil Cinema) ক্ষেত্রেই হয়। অনেকটা এখানকার অ্যাভেঞ্জার্সের মতো।' এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই আহত হয়েছেন নেটিজেনরা। তেলুগু ছবিকে তামিল ছবি বলায় নিন্দার ঝড় প্রিয়ঙ্কার (Priyanka Chopra) বিরুদ্ধে। অনেকেই মন্তব্য করেছেন, 'প্রিয়ঙ্কা সামান্য তামিল (Tamil Cinema) বা তেলুগু ছবির মধ্যেও পার্থক্য বুঝতে পারছেন না!'