কলকাতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৩৯৮ ফুট উচ্চতায় নতুন রেস্তোরাঁ। আর সেই রেস্তোরাঁর কর্ণধার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। নিজের রেস্তোরাঁর উদ্বোধনে প্রথম গ্রাহক হিসেবে কাকে আমন্ত্রণ জানালেন তিনি? নামটা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। ভাবতেও হয়তো পারবেন না, কঙ্গনা রানাউতের সঙ্গে এত ভাল সম্পর্ক কোন নায়িকার?

ছোটবেলার স্বপ্নপূরণ করলেন কঙ্গনা রানাওয়াত। মানালিতে খুলে ফেললেন নিজের রেস্তোরাঁ 'দ্য মাউন্টেন স্টোরি'। ১৪ ফেব্রুয়ারি তাঁর রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন। আর প্রথম দিনে তাঁর রেস্তোরাঁর প্রথম অতিথি হতে কঙ্গনা আমন্ত্রণ জানালেন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, একদিন নিজের একটি রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে তাঁর। সেই সাক্ষাৎকারে দীপিকাও ছিলেন কঙ্গনার সঙ্গে। দীপিকা কঙ্গনাকে বলেছিলেন, তিনি কঙ্গনার রেস্তোরাঁর প্রথম কাস্টমার হবেন। সেই কথা মনে রেখেই দীপিকাকে আমন্ত্রণ জানিয়েছেন কঙ্গনা। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। সেখানে দেখা যাচ্ছে তাঁর সেই রেস্তোরাঁর ঝলক। কঙ্গনা নিজে হিমাচলের মেয়ে। মানালিতে তাঁর বাড়ি রয়েছে। এই শহরকে হাতের তালুর মতোই চেনেন তিনি। সেই কারণেই যখন রেস্তোরাঁ খোলার প্রসঙ্গ আসে, তখন কঙ্গনা বেছে নিয়েছিলেন ছবির মতো সুন্দর মানালিকেই। একদিকে এই শহরের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে তাঁর ছোটবেলার স্মৃতি, তেমনই এই শহর অপূর্ব সুন্দর। সেই কারণেই কঙ্গনা তাঁর সাধের রেস্তোরাঁটি এখানেই খুলেছেন।

মানালিতে পাহাড়ের কোলে কঙ্গনা এভাবেই নিজের রেস্তোরাঁটি সাজিয়েছেন। ঐতিহ্যশালী হিমাচলি খাবারের পাশাপাশি নানা দেশের খাবারের সম্ভার থাকবে দ্য মাউন্টেন স্টোরির মেনুতে। অভিনয়, পরিচালনা, রাজনীতির পাশাপাশি এবার স্বাদের সুগন্ধেও ভোজনরসিকদের মন জিততে চান কঙ্গনা।

কাজের ক্ষেত্রে, সদ্যই মুক্তি পয়েছে কঙ্গনার অভিনীত ছবি 'ইমার্জেন্সি'। বক্সঅফিসে তেমন ব্যবসা না করতে পারলেও, এই ছবিত কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। এর পরেও একাধিক কাজ রয়েছে কঙ্গনার হাতে।

 

আরও পড়ুন: Udit Narayan: চুম্বনের ভিডিও ভাইরাল হওয়ার পরেও বেলাগাম উদিত, ফের আরও এক অনুরাগীর সঙ্গেও একই কাণ্ড!