কলকাতা: চলতি বছরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি 'ইমার্জেন্সি'। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। এই ছবিতে  ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। কঙ্গনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন  অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপড়ের মত অভিনেতারাও। ধকড়-খ্যাত রীতেশ শাহের লেখা এই ছবি ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল। অভিনয়ের পাশাপাশি এই ছবি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও সামলেছেন 'কুইন' অভিনেত্রী। তবে মুক্তির আগেই এই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


অনেকেরই দাবি, এই ছবিতে কঙ্গনা কংগ্রেস দলকে খারাপ ভাবে দেখাবেন। কারণ, সকলেই জানেন অভিনেত্রী গেরুয়া শিবিরের সমর্থক। আর ছবি মুক্তিও পাচ্ছে ২০২৪-এর লোকসভা ভোটের আগে। ফলে বিতর্ক দানা বেঁধেছে সহজেই। আর এই বিতর্কেরই খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।


আরও পড়ুন...


বিয়ের আগে দিল্লির গুরুদ্বারে রাঘব-পরিণীতি, নেটদুনিয়ায় ভাইরাল ছবি


তিনি বলেন, ‘আগে ছবিটি দেখুন। আমার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই, নাকি কোনও রাজনৈতিক দলের। তবে আমি বলতে চাই এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজির জন্যও খুব সম্মানের, পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া। এটা ইন্দিরা গাঁধীর জীবনের গল্প। জীবনে যা কিছু খারাপ বা ভালো করেছেন। যেমন আমি বলেছি, একজন নারী তাঁর নিজের অধিকারে প্রতিনিধি। এটা ধরে নেওয়া ভুল যে কোনও রাজনৈতিক দলকে আমি ভুলভাবে দেখাব।’ 


কঙ্গনা আরও জানান, তিনি যখন এমারজেন্সির জন্য রিসার্চ শুরু করেন তখন জানতে পারেন কীভাবে ইন্দিরাকে নিয়ে ঠাট্টা মস্করা করেছিল এউএসএ-র প্রাক্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তাঁর মতে, ‘কিন্তু এখন মোদি ধৈর্য্য, ভালোবাসা দিয়ে সবটা সামলাচ্ছেন। যা আমাদের ভারতীয়দের গর্বিত করে।’ 


উল্লেখ্য় কিছুদিন আগে, 'ইন্ডিয়া' (India) বাদ দিয়ে দেশের নাম কি 'ভারত' হওয়া নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। ইতিহাসের কথা টেনে নিয়ে এসে তিনি বলেছিলেন, 'এই নামটাকে এত ভালবাসার কী আছে? ওরা সিন্ধু উচ্চারণ করতে পারত না বলে ইন্দাস করে দিয়েছিল। সেখান থেকে হিন্দোস এবং এমনই গোলমাল করে ইন্ডিয়া নামটির উদ্ভব। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত সাম্রাজ্য যখন এক ছাতার তলায় আসে, তাকে বলা হয়েছিল ভারত। আমাদের ব্রিটিশরা রেড ইন্ডিয়ান বলত যার অর্থ দাস! ইন্ডিয়া ব্রিটিশদের দেওয়া নাম। পুরনো অভিধানে ভারত নামের অর্থ ছিল দাস। পরবর্তীতে সেটা বদলানো হয়। আমরা ভারতীয়, ইন্ডিয়ান নয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial