মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ইস্যুতে বলিউডে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব কঙ্গনা রানাউত সম্পর্কে নাসিরুদ্দিন শাহের মন্তব্যে বিতর্ক। একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নাসিরুদ্দিন সুশান্তকে জড়িয়ে রাজনীতি, স্বজনপোষণের অভিযোগ, বলিউডে মুভি মাফিয়ার উপস্থিতি-নানা বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, কোনও এক অর্ধশিক্ষিত অভিনেত্রীর মতামত, বক্তব্য়ে কারও আগ্রহ নেই, যিনি সুশান্ত সম্পর্কে আপনাদের সব কিছু জানানো, ওকে ন্যয়বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। যদি ন্য়য়বিচারের দরকারই হয়, তবে আমার মনে হয়, সেজন্য় আইনি প্রক্রিয়ায় ভরসা রাখতে হবে এবং আমার মতে, আমাদের এ নিয়ে মাথাব্য়থা থাকা উচিত নয়, সেটা আমাদের কাজও নয়।


নাম না করলেও কঙ্গনাই যে নাসিরের নিশানা, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রত্য়াশিত ভাবেই ট্যুইটে প্রতিক্রিয়া দিয়ে কঙ্গনা লিখেছেন, ধন্যবাদ নাসিরজি। আপনি আমার সব পুরস্কার, সাফল্য বিবেচনায় রেখেছেন, যা স্বজনপোষণের দাড়িপাল্লায় আমার সমসাময়িক কারও নেই। আমি এতে অভ্যস্ত, তবে বলতে পারেন, আমি প্রকাশ পাড়ুকোন বা অনিল কপূরের মেয়ে হলে আপনি কি কথাগুলি বলতেন? কঙ্গনার আরও সংযোজন, নাসিরজি এক বিরাট শিল্পী, এত মহান এক শিল্পীর গালাগালও ঈশ্বরের প্রসাদের সমান। আমি বরং সিনেমা ও আমাদের শৈলী নিয়ে গত বছর হওয়া অসাধারণ আলোচনাটা দেখি, আপনি বলেছিলেন, আমার কতটা প্রশংসা করেন।
বলিউডে নামীদামি ঘর, পরিবারের ছেলেমেয়েদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে সরব কঙ্গনা সম্প্রতি সোস্য়াল মিডিয়ায় সুশান্তের ন্যয়বিচারের দাবি তুলেছেন। বলিউডে প্রতিষ্ঠিতরা স্বজনপোষণ চালান বলে তাঁর অভিযোগ। এর আগে নিজের একটি ভিডিও শেয়ার করেও সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেন তিনি। তাতে ট্যাগ করেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে, তাঁর বোন শ্বেতা সিংহ কৃতীকে। নিজের পোস্টে মুম্বই পুলিশ ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, লেখেন, মুম্বই পুলিশ তড়িঘড়ি তদন্ত চাইছে। সঞ্জয় রাউত বলছেন, তদন্ত প্রায় শেষ। আমরা সত্য়িটা জানতে চাই। সুশান্তের জন্য ন্য়য়বিচার চাই, সিবিআই তদন্ত হোক।
সাক্ষাত্কারে স্বজনপোষণের অভিযোগ প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, বহিরাগত বনাম ঘরের লোক, এই যে অর্থহীন বিতর্ক চলছে, আমি এর মানে বুঝি না। পুরোটাই একেবারে রাবিশ, এর অবসান হওয়া উচিত। যে পেশা তাঁকে নিরাপদ, সুখী জীবন দিয়েছে, তিনি কেন তাঁর ছেলেকেও তাতে নামতে উত্সাহ দেবেন না, প্রশ্ন তোলেন তিনি।