মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিংহ ধোনি। ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মাহি। তাঁকে বিশেষ সম্মান জানাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে একটি স্থায়ী আসন রাখার প্রস্তাব দিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক। কমিটিকে চিঠি দিয়েছেন তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহির ছক্কাতেই বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। চিঠিতে অজিঙ্কা লিখেছেন, নুয়ান কুলশেখরের বলে ছয় মারার পর মাঠের যে জায়গায় বলটি এসে পড়েছিল সেখানেই ধোনির নামে আসন তৈরি করতে হবে। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এটুকু করা যেতে পারে বলে মনে করেন তিনি।
অজিঙ্কার কথায়, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে তাঁর সখ্যের কথা তুলের ধরতে আমরা খুব সুন্দর করে আসনটিকে রং করতে, সাজাতে পারি। ভবিষ্যতে এটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রও হয়ে উঠতে পারে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এটি হেরিটেজ হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ওই সংরক্ষিত আসনে আমরা একটি ফলক লাগাতে পারি। কিছু সুন্দর লেখা থাকতে পারে তাতে।’
ধোনির নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই বিশেষ আসন থাকবে কিনা, তা নিয়ে বৈঠকে বসার কথা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআইকে সম্প্রতি তাঁর ৭ নম্বর জার্সি সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন সতীর্থ দীনেশ কার্তিক। এবার মাহিকে বিশেষ সম্মান জানাতে অভিনব প্রস্তাব দিলেন অজিঙ্কা।
MS Dhoni Retirement: ওয়াংখেড়েতে ২০১১-য় ছক্কা মেরে বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেখানেই ধোনির নামে আসনের প্রস্তাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 08:27 PM (IST)
ধোনির নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই বিশেষ আসন থাকবে কিনা, তা নিয়ে বৈঠকে বসার কথা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -