নয়াদিল্লি: অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) আসছেন তাঁর পাওয়ার-প্যাকড অ্যাকশন থ্রিলার নিয়ে। ছবির নাম 'ধাকড়' (Dhaakad), মুক্তি পাচ্ছে মে মাসে। হিন্দি, তামিল, তেলুগু ও মালয়লম, এই চার ভাষায় আগামী ২৭ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।


নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগামী ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে কঙ্গনা লেখেন, 'এজেন্ট অগ্নির অপ্রতিরোধ্য শক্তি দ্রুত এগিয়ে আসছে! অ্যাকশন স্পাই থ্রিলার 'ধাকড়' ২৭ মে, ২০২২-এ হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়লম - চারটি ভাষায় বড় পর্দায় আগুন ধরিয়ে দেবে।'


 






অভিনেত্রীর শেয়ার করা ছবিতে, কঙ্গনাকে কালো পোশাকে বেশ সাহসী দেখাচ্ছে। তাঁর হাতে রয়েছে বন্দুক। 'থালাইভি'র পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার গোটা ভারতের দর্শকের সামনে নিজেকে উপস্থাপিত করতে চলেছেন তিনি। তবে চরিত্রটি আগের থেকে একেবারেই আলাদা।


বাণিজ্য বিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও তাঁর ট্যুইটারে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন।


 






ছবির মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ছবির বাজেটও বেশ ভালই। কঙ্গনার নেতৃত্বে তৈরি ছবিতে অর্জুন রামপাল, দিব্যা দত্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন। ছবির পরিচালনা করেছে রজনীশ ঘাই। 


আরও পড়ুন: ABP Exclusive: দাদুর পথেই পৃথা, বড়পর্দায় আত্মপ্রকাশ পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনির, প্রকাশ্যে ফার্স্ট লুক