প্রসঙ্গত, মুম্বই শহরে অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা কিছুদিন আগে প্রশ্ন তুলেছিলেন। শহরে নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার ক্ষুন্ন হওয়ার কথা তুলে তিনি বলেছিলেন যে মুম্বই যেন পাক-অধিকৃত কাশ্মীর। কঙ্গনার এ কথায় সে সময়ে অনেক সেলিব্রিটি এবং বহু মানুষ তাঁর বিরুদ্ধে সরব হন। যে শহর তাঁকে খ্যাতি ও প্রতিষ্ঠা দিয়েছে সে শহর সম্পর্কে এমন মন্তব্যের জন্য তিনি সমালোচিত হন। কিন্তু এরপর ঘটে আরও মারাত্মক ব্যাপার। এক শিবসেনা নেতা কঙ্গনাকে মুম্বই ছেড়ে চলে যেতে বলেন। ক্রমে বিতর্কে জড়ান আরও এক শিবসেনা নেতা। জবাবে কঙ্গনা জানান তিনি ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছেন, কারও বাবার ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক। তিনি শহরে ঢোকার আগেই,কথা কাটাকাটির ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতে তাঁর বাড়ির একাংশ ভেঙে ফেলে বিএমসি,বেআইনি নির্মাণের অভিযোগ তুলে। গতকালই নিজের অফিসের ধ্বংসস্তূপ ঘুরে দেখেন কঙ্গনা। মানসিকভাবে ভেঙেও পড়েন।এদিন টুইট করে কঙ্গনা লেখেন, ‘মাত্র ১৫ জানুয়ারি আমার অফিস খোলা হয়েছিল। অতিমারির জন্য লকডাউন হওয়ার আগে সামান্য কটা দিন অফিসে কাজ হয়েছে। এই অফিস আবার সারানোর পয়সা নেই আমার। আমি বাড়ির ভগ্নাবশেষ এভাবেই রেখে দিতে চাই একজন মহিলার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীকী স্মারক হিসাবে।