মুম্বই: 'বেল বটম', 'চেহরে'-র পর এবার 'থালাইভি'। আগামীকাল রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত জয়ললিতার বায়োপিক, 'থালাইভি'। এই ছবিতে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই এই ছবির জন্য। একজন জনপ্রিয় অভিনেত্রী কী ভাবে রাজনীতির আঙিনায় 'আম্মা' হয়ে উঠলেন, সেই গল্পই বলবে 'থালাইভি'।
আজ একটি সাংবাদিক সম্মেলনে এসে কঙ্গনা বলেন, 'আমার রাজনৈতিকদের নেতাদের জীবন নিয়ে আগ্রহ ছিল। মনে হত, ওনারা হলেন সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু থালাইভি-তে অভিনয় করতে গিয়ে আমার সেই ধারনা বদলে গিয়েছে। একজন রাজনীতিবিদের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম, জানার সুযোগ পেলাম এই ছবির সৌজন্যে। নেতাদের জীবন মোটেই সহজ হয় না। তাঁদের একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে হয়, জনপ্রিয়তা অর্জন করতে হয় আবার সমাজের একেবারে উপরতলার মানুষদের সঙ্গেও সমানভাবে যোগাযোগ রাখতে হয়।' জয়ললিতা সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনার উক্তি, 'ভাবতে পারছেন, সেই মানুষটা কতটা বুদ্ধিদীপ্ত ছিলেন যিনি এত বড় বড় অফিসারদের নির্দেশ দিয়ে কাজ করাতে পারতেন!'
মুক্তির আগে একটি সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে মুখ খোলেন অভিনেত্রী কঙ্গনা। জয়ললিতার ১৬ থেকে ৪২ বছর পর্যন্ত জীবন তুলে ধরা হয়েছে এই ছবিতে। সব বয়সেই কঙ্গনাকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন লুকে। কঙ্গনা জানিয়েছেন, প্রথমে এই ছবিতে অভিনয় ও তাঁর লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে। প্রায় গোটা বছরের অর্ধেকটা ধরেই চলেছে এই ছবির শ্যুটিং। কাজ চলাকালীন চরিত্রের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা। আবার তা ঝরিয়েও ফেলেছিলেন।
ছবি নিয়ে কঙ্গনা বলছেন, 'এই ছবির জন্য আমায় একটা কঠিন কাজ করতে হয়েছে। ভরতনাট্যম নৃত্যশৈলী শিখতে হয়েছে। সেইসময় আমার ওজন বেশি ছিল। কিন্তু আমি চেয়েছিলাম একজন অভিনেত্রী হিসেবে সবটাই নিজে থেকে করতে। বেশি ওজন নিয়ে নাচ করার ফলে আমার পিঠে ও হাঁটুতে নিয়মিত ব্যথা হত।'