নয়াদিল্লি: অনেকদিন ধরেই ফোনের স্পেসিফিকেশন নিয়ে একাধিক জল্পনা তৈরি হচ্ছিল। শেষমেশ ভারতে লঞ্চ করল Realme 8i ও Realme 8s 5G। মিডরেঞ্জেই একাধিক ফিচার দেওয়ায় দুই ফোনের ব্যবসা নিয়ে আশাবাদী রিয়েলমি।


মূলত, Realme 8s 5G ও Realme 8i-এর মধ্যে ক্যামেরা ও রিফ্রেস রেটে পার্থক্য রয়েছে।৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে Realme 8i-এ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়েছে Realme 8s 5G। একই ভাবে ১২০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হয়েছে Realme 8i-তে। সেখানে Realme 8s 5G-তে কোম্পানি দিয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট।    


Realme 8i ও Realme 8s 5G-এর দাম
Realme 8i-এর বেস ভ্যারিয়েন্ট ৪ জিবি ৬৪ জিবির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯টাকা। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবির দাম ১৫,৯৯৯টাকা রেখেছে কোম্পানি। সেই তুলনায় অনেকটাই দাম বেশি Realme 8s 5G-র। ৬জিবি ১২৮ জিবি বেস মডেলের দাম ধরা হয়েছে ১৭,৯৯৯টাকা। টপ ভ্যারিয়েন্ট ৮জিবি ১২৮ জিবি মডেলের ১৯,৯৯৯টাকা দাম রেখেছে কোম্পানি। 


স্পেস ব্ল্যাক ও স্পেস পার্পল রঙে পাওয়া যাচ্ছে Realme 8i। পাশাপাশি ইউনিভার্স ব্লু ও ইউনিভার্স পার্পল রং নিয়ে এসেছে Realme 8s 5G। আগামী ১৪ সেপ্টেম্বর বাজারে পাওয়া যাবে Realme 8i। সেখানে ১৩ তারিখ Flipkart, Realme.com-এ বিক্রি শুরু হবে Realme 8s 5G-র।     


Realme 8s-এর স্পেসিফিকেশন
এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে নতুন মডেলে। পাশাপাশি ফোনে ৯০ হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনে মিডিয়া টেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট দিয়েছে রিয়েলমি।নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এ ছাড়াও রয়েছে ২ মেগাপিক্সলের মনোক্রোম ও ২ মেগার ম্যাক্রো সেন্সর। ভালো সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।


ডিভাইসে দেওয়া হয়েছে ইউএসবি পোর্ট সি ছাড়াও ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিয়েছে কোম্পানি। 


Realme 8i-এর স্পেসিফিকেশন
এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি।সঙ্গে থাকছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।মিডিয়াটেকের অক্টাকোর G96 চিপসেট রয়েছে ডিভাইসে। ফোনের বেস ভ্যারিয়েন্টে ৪জিবি ৬৪ জিবি স্টোরেজ দিয়েছে রিয়েলমি। নতুন মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেন্সর। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।এ ছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের মনোক্রোম ও ২ মেগার ম্যাক্রো সেন্সর।কোম্পানি জানিয়েছে, নতুন ফোনকে অলরাউন্ডার হিসাবে মার্কেটে আনবেন তারা। ফোনে থাকছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। 


আরও পড়ুন : iPhone 13-এর দাম ফাঁস ! লঞ্চের আগেই প্রকাশ্যে ভ্যারিয়েন্ট


আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে