নয়াদিল্লি: রাজনীতিতে পা রেখেই ভোটের ময়দানে দেখা মেলে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। প্রথমেই বাজিমাত। মান্ডি লোকসভা কেন্দ্র (Mandi Loksabha) থেকে বিজেপির (BJP) টিকিটে জয়লাভ করে এখন সাংসদ তিনি। তবে এরপরেই এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি, খবর এমনই। শোনা যাচ্ছে, নিজের মুম্বইয়ের ফ্ল্যাট বিক্রি (Mumbai Bunglow) করে দেবেন তিনি। 


মুম্বইয়ের বাড়ি বিক্রি করতে চলেছেন কঙ্গনা, সূত্রের খবরে তোলপাড়!


মুম্বইয়ের বান্দ্রার পালি হিল অঞ্চলে একটি বাড়ি রয়েছে কঙ্গনা রানাউতের। ওই সম্পত্তির মধ্যেই তাঁর প্রযোজনা সংস্থা 'মনিকর্ণিকা ফিল্মস'-এর অফিসও রয়েছে। আপাতত যদিও কঙ্গনা নিজের বেশিরভাগ সময়েই কাটাচ্ছেন নয়াদিল্লি ও হিমাচস প্রদেশে, যেখান থেকে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। এই আবহেই শোনা যাচ্ছে কঙ্গনা তাঁর বান্দ্রার বাংলো নাকি ৪০ কোটি টাকায় বিক্রি করে দিতে চলেছেন। যদিও অভিনেত্রী সাংসদ নিজে ঘোষণা করেননি কিছু। 


'Code Estate' নামক একটি ইউটিউব চ্যানেলের শেয়ার করা ভিডিওয় দেখা যায় যে একটি প্রযোজনা সংস্থা বিক্রির জন্য রয়েছে। সেই থেকেই জল্পনা শুরু। যদিও প্রযোজনা সংস্থার নাম বা মালিকের নাম প্রকাশ্যে আনা হয়নি, কিন্তু যে ছবি বা ভিশ্যুয়াল ওই ভিডিওয় ব্যবহার করা হয়েছে তা দেখে অনেকের দৃঢ় বিশ্বাস যে ওটি কঙ্গনারই অফিস। অনেকেই আবার কমেন্ট সেকশনে ওটা কঙ্গনার অফিস কি না সেই প্রশ্ন করেছেন। 


সম্পত্তির বিবরণে বলা হয় ওই বাংলোর সঙ্গে এক টুকরো জমিও মিলবে। প্লটের মাপ বলা হয়েছে ২৮৫ বর্গমিটার, যার মধ্যে কনস্ট্রাকশন রয়েছে ৩০৪২ বর্গফুট জায়গা জুড়ে। এছাড়া ৫০০ বর্গফুট জায়গা জুড়ে পার্কিং এরিয়াও আছে। দোতলা বিল্ডিংয়ের দাম হাঁকানো হয়েছে ৪০ কোটি। যদিও এই বিষয়ে কঙ্গনা কোনও মন্তব্য করেননি এখনও। 


উল্লেখ্য, ২০২০ সালে বিএমসির স্ক্যানারের আওতায় পড়ে এই সম্পত্তি। ওই বছরের সেপ্টেম্বর মাসে বিএমসির তরফে কঙ্গনার অফিসের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল বেআইনি নির্মাণের। ৯ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টের তরফে স্থগিতাদেশ আসার পর উচ্ছেদ অভিযান বন্ধ হয়। বিএমসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী, এমনকী, ২ কোটি টাকা ক্ষতিপূরণও চান, কিন্তু ২০২৩ সালের মে মাসে দাবি তুলে নেন। 


আরও পড়ুন: Max Alexander: ৪ বছরে সেলাই শুরু! রীতিমতো তারকা ডিজাইনার ৮ বছরের ম্যাক্স, 'সর্বকনিষ্ঠ ফ্যাশন তারকা'কে চেনেন?


অন্যদিকে, কাজের ক্ষেত্রে, কঙ্গনা রানাউতকে এরপরে 'এমার্জেন্সি' ছবিতে দেখা যাবে। ওই ছবির পরিচালনা, প্রযোজনার পাশাপাশি সেখানে অভিনয়ও করেছেন তিনি। তবে আপাতত নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে ব্যস্ত অভিনেত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।