নয়াদিল্লি: বয়স মাত্র ৮! এদিকে এখনই সে শিরোনামে, কারণ পেশায় সে ফ্যাশন ডিজাইনার (Youngest Fashion Designer)। হ্যাঁ। একেবারে ঠিকই পড়েছেন। মাত্র ৮ বছর বয়সেই এই মার্কিনি খুদে পা রেখেছে গ্ল্যামার দুনিয়ায়, একেবারে নিজের ক্ষমতায়, নিজের দক্ষতায়। যে বয়সে সাধারণত শিশুরা স্কুলের সহজ পড়ার পাট চুকিয়ে ধীরে ধীরে কঠিন বিষয়ে মন দিতে শুরু করে, সেই বয়সে বা বলা ভাল তারও আগেই, ছুঁচ-সুতো সঙ্গী ম্যাক্স আলেকজান্ডার (Max Alexander)। যার নাম ছড়িয়েছে দেশ-বিদেশে। রীতিমতো তারকা ডিজাইনার (Star Designer) সে। 


৮ বছর বয়সেই ফ্যাশন দুনিয়ায় বাজিমাত! চেনেন ম্যাক্স আলেকজান্ডারকে?


ম্যাক্স আলেকজান্ডার, অল্পবয়সী ফ্যাশন তারকা, লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। ফ্যাশন দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে সে। অবশ্যই তার খুদে হাতের বিপুল দক্ষতা এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারকেও সৌজন্য দেওয়া উচিত। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইলের ফলোয়ার সংখ্যা এখনই ২.৮ মিলিয়ন, যা টেক্কা দিতে পারে যে কোনও বড় তারকার প্রোফাইলকে। অনলাইনে ম্যাক্স এখন 'সর্বকনিষ্ঠ ফ্যাশন ডিজাইনার' নামে বিখ্যাত। 


মাত্র ৪ বছর বয়সে ফ্যাশন-সফর শুরু করে ম্যাক্স। ওই বয়সেই সেলাই শুরু, শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য। ফ্যাশন সম্পর্কে তার আগে বিশেষ জ্ঞান ছিল না তার, যা ওই বয়সে খুবই স্বাভাবিক, তবে তাতে বিশেষ অসুবিধা হয়নি ম্যাক্সের। ফ্যাশন ডিজাইনিং যেন তাঁর রন্ধ্রে রন্ধ্রে। আর ওই যে কথায় বলে 'age is just a number'! আক্ষরিক অর্থেই তাই। দক্ষতাই আসল। এখন তার বয়স ৮। এখনই তার সৃষ্টিতে মুগ্ধ সকলে। এমনকী শ্যারন স্টোনের মতো তারকার থেকে কমিশন কাজও পেয়েছেন তিনি। 


তবে ম্যাক্সের এই অভাবনীয় সফরে ও সাফল্যে বড় অবদান তাঁর মায়ের। তিনিই ম্যাক্সের ইনস্টাগ্রাম ব্যবহারে ও সামাল দিতে সাহায্য করেন। কীভাবে গোটা বিষয়টা শুরু হয়, সেটাও জানান পোস্ট করে তিনি। এক বিকেলে, যখন ম্যাক্সের মাত্র ৪ বছর বয়স, ম্যাক্স ডিনারে বসে রীতিমতো ঘোষণা করে যে সে একজন ডিজাইনার ও তার একটা ম্যানেকিন প্রয়োজন। তখন তার মা কার্ডবোর্ড ব্যবহার করে ম্যাক্সকে প্রথম ম্যানেকিন তৈরি করে দেন। মায়ের স্টুডিও থেকে কিছু কুড়িয়ে পাওয়া জিনিস দিয়ে জীবনের প্রথম বড় ড্রেস বানায় ম্যাক্স, যা দেখে রীতিমতো হতবাক হয়ে যায় সকলে। তাঁর নিজের ব্র্যান্ড 'ম্যাক্স লেবেল' আছে যা শুরু হয় ২০২১ সালে। একাধিক সাক্ষাৎকারে ম্যাক্স তার বিখ্যাত ডিজাইনার হওয়ার স্বপ্নের কথা বলেছেন। এমনকী নিজের সঙ্গে বিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড 'Gucci'র তুলনা করে বলে, 'আমি জানতাম যে আমি গুচি ছিলাম'। এই মন্তব্যের পরই রীতিমতো ভাইরাল হয়ে যায় ম্যাক্স। 


 






আরও পড়ুন: Aparajit Adhya: পা ছুঁয়ে প্রণাম, 'ঘরের লক্ষ্মীর আরাধনা' অপরাজিতার, সারলেন দাদা-বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান


মাত্র ৫ বছর বয়সে, তার একাধিক পোশাক দিয়ে সকলকে তাক লাগাতে শুরু করে দিয়েছিল ম্যাক্স। মায়ের থেকে ও স্থানীয় কারিগরদের থেকে সেলাই শিখেছে ম্যাক্স, এবং সেই থেকে তাঁর দক্ষতা ক্রমেই বেড়েছে। এখন তার ডিজাইন কার পোশাক দেশ-বিদেশে বিক্রি হয়। অনুরাগীরা আরও বেশি ডিজাইনের অপেক্ষায় থাকেন। ম্যাক্সের কাহিনি যেন বারবার প্রমাণ করে,  'যত ছোটই হও না কেন, স্বপ্ন সবসময় বড়ই দেখা উচিত'। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।