মুম্বই: লকডাউন হওয়ার পর থেকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কখনও তিনি টুইটারে নিজের মতামত শেয়ার করেন কখনও সুন্দর ছবি শেয়ার করেন। সম্প্রতি তিনি টুইটারে এমন একটি সুন্দর ছবি শেয়ার করেছেন যা লাইক করেছেন বহু নেটিজেন। এই ছবিতে তিনি স্নেহভরে তাঁর বোনপো পৃথ্বীকে  চুমু খাচ্ছেন তিনি। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন যে, তিনি পৃথ্বীকে খুব মিস করছেন।

আপাতত ’থলাইভি‘ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। হায়দরাবাদে শ্যুটিং লোকেশনে গিয়েও কাজের মাঝে হঠাৎই মনে প়ড়ে গিয়েছে বোনপোকে। নিজের বোন রঙ্গোলির ছেলেকে  চুমু খাচ্ছেন। ওই ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন যখন তিনি বাড়ি থেকে শ্যুটিংয়ের জন্য বেরোচ্ছিলেন তখন তার কোলে বসতে চেয়ে পৃথ্বী কান্নাকাটি করছিল। তাকে ভোলাতে তিনি ছোট্ট পৃথ্বীকে আদর করেন।

২ মিনিট বসতে বলে

কঙ্গনা টুইটে লিখেছেন, যখন আমি শ্যুটিংয়ের জন্য বেরোচ্ছি, তখন ও এসে বলল যেও না। আমি তখন ওকে বুঝিয়ে বললাম আমায় তো কাজ করতে হবে। তখনই ও এসে আমার কোলে বসে পড়ল। বলল, ঠিক আছে যাও, তবে আমাকে তোমার কোলে ২ মিনিটের জন্য বসতে দাও। ওর সেই মুখটা মনে পড়ায় আমার চোখ এখনও জলে ভরে উঠছে।



হিমালয়ের থেকে অনেকদিনের ছুটি

কঙ্গনা ’থালাইভি‘র ফাইনাল শিডিউলে হায়দরাবাদ যাওয়ার আগে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ’’বাই বলা মোটেও সহজ নয়। তবে এখন আমাকে তা বলতে হচ্ছে। কারণ, আমি থলাইভির শেষ পর্বের শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদ যাচ্ছি। ব্যস্ত কর্মসূচির জন্য শীঘ্রই মানালি ফিরতে পারবো না, তবে এই পরীক্ষার কঠিন সময়ে থাকতে জায়গা দেওয়ার জন্য হিমালয়ের ধন্যবাদ।