কলকাতা: গতকাল, অর্থাৎ ২২ জানুয়ারিই তিনি সামিল হয়েছিলেন রামমন্দির উদযাপনের বিশাল অনুষ্ঠানে। বারে বারে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল তাঁকে। আর রামমন্দির উদ্বোধনের পরের দিনই, নিজের নতুন ছবির মুক্তির দিন ঘোষণ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। 


তাঁর পরিচালিত, অভিনীত ও প্রযোজিত ছবি 'ইমার্জেন্সি' (Emergency) মুক্তির দিন ঘোষণা করেছেন কঙ্গনা। ইন্দিরা গাঁধীর জীবন আধারিত এই ছবি তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রকাশ্যে এসে গিয়েছে ছবির লুকও। তবে এবার প্রকাশ্যে এল, 'ইমার্জেন্সি'-র মুক্তির নতুন দিন। চলতি বছরের ১৪ জুন মুক্তি পাবে কঙ্গনার এই ছবি। প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গতবছর নভেম্বর মাসেই। তবে সেই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে কঙ্গনা প্রকাশ্যে আনলেন ছবি মুক্তির নতুন তারিখ। 


১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সূত্রের খবর,  এর সঙ্গে 'অপারেশন ব্লু স্টার'-এর (Operation Blue Star) কাহিনিও তুলে ধরা হবে ছবিতে। ছবির নাম 'এমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। প্রসঙ্গত,  'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 


প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনা রানাউত লুক প্রকাশ্যে এসেছে তবে থেকে ছবির অপেক্ষায় অনুরাগীরা। এর আগে প্রকাশিত টিজারে ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনার সংলাপ পরিবেশন অনুরাগীদের অপেক্ষা আরও বাড়িয়ে দেয়। অভিনেত্রীর লুকে প্রস্থেটিকের ব্যবহার ও তাঁর আদব কায়দা বেশ মনে ধরেছে দর্শকদের। তবে এই ছবির মুক্তির দিন পিছনোর ফলে, দর্শকদের প্রত্যাশা ক্রমশ বাড়ছেই। রাম মন্দির উদ্বোধনের পরে, ছবি মুক্তির নতুন দিন ঘোষণ করলেন কঙ্গনা। আর ফের একবার শুরু হল দর্শকদের অপেক্ষা।


 






আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।