বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: রামলালার প্রসাদি লাড্ডুর চাহিদা তুঙ্গে। জোরকদমে চলছে লাড্ডু বানানো। গতকাল রুপোর থালায় রামলালাকে লাড্ডু নিবেদন করেন প্রধানমন্ত্রী। ৭ জানুয়ারি থেকে অযোধ্যার (Ayodhya) হেঁশেলে লাড্ডু বানানো শুরু হয়। আগামী মাস পর্যন্ত এই লাড্ডু বানানো চলবে। ফেব্রুয়ারি মাসজুড়ে বিলি করা হবে লাড্ডু।         

  


রামলালার দর্শন: প্রাণপ্রতিষ্ঠার পর ইতিমধ্যেই খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দির। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে।রামলালার দর্শন পেতে গতকাল রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে ভিড় করে ভক্তরা। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে রামলালার দর্শন। 


অযোধ্যার হেঁশেলে লাড্ডু তৈরি: সূত্রের খবর, ১ হাজার ১১১ মণ লাড্ডু বিলি করা হবে। অযোধ্যায় প্রায় দেড়হাজার মন্দির রয়েছে। কৌটোবন্দি করে এক থালা লাড্ডু আজ থেকেই বিভিন্ন মন্দিরে পাঠানো হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লাড্ডু বানানো হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা বিলি করা হবে। প্রতিদিন ৫০ হাজার করে লাড্ডু তৈরি করা হবে বলে জানিয়েছেন কারিগররা। এছাড়া করসেবকপুরমের একটি বাড়িতে ৭ জানুয়ারি থেকে শতাধিক কারিগর দেশি ঘি দিয়ে হয় সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু ৬ মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছিলেন। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ৭টি লাড্ডু সমেত কৌটো। ৫টি লাড্ডু সমেত কৌটোগুলি ছিল সাধারণের জন্য। এর পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের আগেই হায়দরাবাদ থেকে এসেছিল একটি লাড্ডু, যার ওজন ছিল ১ হাজার ২৬৫ কেজি।  


রামমন্দির উদ্বোধনের পর সাজ সাজ রব। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে। হেঁটে রাম মন্দিরে যেতে হচ্ছে দর্শনার্থীদের। জনস্রোত সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে CRPF। গর্ভগৃহে ভিড় জমে যাওয়ায়, মাঝেমধ্যে প্রবেশ পথে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: TMC Rally: একই এলাকায় তৃণমূলের সংহতি মিছিল, গোসাবায় প্রকাশ্যে কোন্দল