মুম্বই: একটি বিজ্ঞাপনের ফটোশ্যুটে ক্রিকেট তারকাদের সঙ্গে একফ্রেমে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের সঙ্গে একসঙ্গে শ্যুটিং করেন কঙ্গনা। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি।

সূত্রের খবর, ‘রেঙ্গুন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় কঙ্গনার ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। এরপর পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কথা বলে শ্যুটিংয়ের ডেট ঠিক করেন হিরানি। একদিনেই পুরো বিজ্ঞাপণী ছবির শ্যুটিং হয়। অ্যাড ফিল্মটিতে ‘রানি’-র বেশে দেখা যাবে কঙ্গনাকে, এমনটাই জানা গিয়েছে। ‘লন্ডন ঠুমকা’-র ট্র্যাকে নাচতে দেখা যাবে তাঁকে।