নয়াদিল্লি: গত শুক্রবার, ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত নতুন ছবি 'তেজস' (Tejas)। এই ছবির গল্প মূলত এয়ারফোর্সের এক বিমান চালককে নিয়ে, যে দেশকে রক্ষা করতে যে কোনও পর্যায়ে যেতে পারে। ভারতীয় বায়ুসেনা অফিসার (airforce officer) তেজস গিলের জীবন নিয়ে তৈরি এই ছবি চলতি বছরে সবচেয়ে বড় ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে। ছবি মুক্তির চতুর্থ দিনে এই ছবির মোট আয় ৪০ লক্ষের কাছাকাছি, যা মোট আয়কে ৪.১৫ কোটিতে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যেই একাধিক মাল্টিপ্লেক্স থেকে বাতিলও (show cancelled) হয়েছে কঙ্গনার ছবির শো।


বাতিল হল 'তেজস' ছবির শো


প্রথম সপ্তাহেই একাধিক প্রেক্ষাগৃহের মালিক বাতিল করেছেন কঙ্গনা রানাউত অভিনীত 'তেজস' ছবির শো। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে সোমবার থেকেই এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর ভিডিও করে সকলকে প্রেক্ষাগৃহে আসতে অনুরোধ সত্ত্বেও এমনই হাল 'তেজস'-এর। 


একাধিক থিয়েটার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাতে একটি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে রবিবারের মধ্যে প্রায় ১৫টি 'তেজস'-এর শো বাতিল করতে হয়েছে। এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকালে থিয়েটার মালিকের কথায়, 'আমার প্রেক্ষাগৃহে 'তেজস' ছবির এতটা শোও দেখানো হয়নি। কারণ একটা টিকিটও বিক্রি হয়নি। শুক্রবার, তেজসের জন্য একটা গোটা অডিটোরিয়াম রেখেছিলাম এবং ভেবেছিলাম ২ ঘণ্টার ছবি তাই ৬টা শো চালাব। কিন্তু কোনও দর্শক না আসায়, শনিবার ৩টি শো চালানোর সিদ্ধান্ত নিই।'


তিনি আরও বলেন, 'আমাদের নিয়ম হচ্ছে অন্তত ১০জন দর্শক থাকলে সেই শো আমরা চালাই। এই ছবির ক্ষেত্রে আমরা ভেবেছিলাম অন্তত ৪-৫জন কোনও না কোনও শোয়ে আসবেন। সেটাও হয়নি। রবিবারেও একই ঘটনা ঘটে। কেউ এমনকী এসে 'তেজস'-এর ব্যাপারে কোনও খোঁজই নেননি। বিশ্বাস করতে পারেন?' ফলস্বরূপ তিনি 'তেজস'-এর পরিবর্তে সেখানে বিজয়ের 'লিও' চালিয়েছেন, জানান মালিকই।


আরও পড়ুন: Sajini Shinde Ka Viral Video: 'মহিলারা আধার কার্ড নন যে যেখানে খুশি ব্যবহার করা যাবে', সামাজিক বার্তা দেয় 'সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিও'


মুম্বইয়ের এক জনপ্রিয় মাল্টিপ্লেক্সের মালিক বলেন, 'রবিবার আমরা ১০০জন মতো দর্শক পেয়েছিলাম। বাকি শোগুলির জন্য ১০০জনও ছিলেন না।' বিহারের এক থিয়েটার মালিকের কথায়, 'চূড়ান্ত অসফল' ছবি এটি। তিনি বলেন, 'এই বছরে এই প্রথমবার, আমার থিয়েটারের সকালের শো বাতিল হয়ে গেল কারণ টিকিট বিক্রির পরিমাণ ছিল শূন্য। বাকি শোগুলিতে খুব বেশি হলে ২০ থেকে ৩০জন ছিলেন।'


সর্বেশ মেওয়ারা পরিচালিত 'তেজস' ছবি তাঁর প্রথম কাজ। 'আর এস ভি পি মুভিজ'-এর রনি স্ক্রিউওয়ালা এই ছবির প্রযোজক। 'তেজস'-এ অভিনয় করেন অংশুল চৌহান, বরুণ মিত্র, আশিষ বিদ্যার্থী, বিশাখ নায়ার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial