মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যখন রহস্য ঘনীভূত হচ্ছে এবং বলিউডের সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগ নিয়ে জোর আলোচনা চলছে ঠিক তখনই বলিউডে মাদকের রমরমা ও স্বজনপোষনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কঙ্গনা রানাউত। অনেকে তাঁর বক্তব্যের সমর্থন জানিয়ে পাশেও দাঁড়িয়েছিলেন।  কিন্তু এবার বলিউড তারকা সঞ্জয় দত্তর সঙ্গে কঙ্গনাকে দেখা গেল একই ফ্রেমে। সেই  ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নেট-দুনিয়ার কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের ‘কুইন’ অভিনেত্রী। আর তা দেখেই নেটিজেনরা বলতে শুরু করে দিয়েছেন, কঙ্গনা এতদিন মাদকাসক্তি ও স্বজনপোষনের  বিরুদ্ধে আওয়াজ তুললেন অথচ এরপরেও কীভাবে তিনি সঞ্জয় দত্তর সঙ্গে এক ফ্রেমে আসেন?  এটা চূড়ান্ত দ্বিচারিতা। সঞ্জু-র সঙ্গে একফ্রেমে ছবির কারণে নেটিজেনদের নিশানার মুখে পড়তে হল কঙ্গনাকে।কেউ লিখলেন, একি আপনি দেখছি পার্টি বদলে ফেললেন! কেউ প্রশ্ন তুললেন, সঞ্জয় দত্ত তো নার্গিস আর সুনীল দত্তের ছেলে, সুতরাং ওঁর ফিল্মে আসার মধ্যে তো নেপোটিজম রয়েইছে। আবার ড্রাগ চক্রেও জড়িয়েছিলেন। এমন একজনের সঙ্গে আপনি কেমন করে!



প্রসঙ্গত, ‘থলাইভি’ ছবির শুটিং উপলক্ষ্যে সম্প্রতি হায়দরাবাদে পাড়ি দেন কঙ্গনা রানাউত। প্রয়াত রাজনীতিক জয়ললিতার বায়োপিক এই ছবি। ভাইয়ের বিবাহ অনুষ্ঠানের পর মানালির বাড়ি থেকে সোজা হায়দরাবাদে উড়ে যান কঙ্গনা। ‘থলাইভি’-র শ্যুটিংয়ের জন্য নিজামের শহরে গিয়ে য়ে হোটেলে কঙ্গনা রয়েছেন, সেখানে সঞ্জয় দত্ত-ও রয়েছেন বলে জানতে পারেন অভিনেত্রী। এরপরই তিনি সঞ্জুর সঙ্গে দেখা করবেন বলে সিদ্ধান্ত নেন। দেখা করে তিনি চমকে উঠেছেন। 'সঞ্জু স্যার'  আগের তুলনায় অনেক বেশি সুপুরুষ হয়ে উঠেছেন। পাশাপাশি সঞ্জয় দত্ত যাতে আরও সুস্বাস্থ্যের অধিকারী হন, সেই আশাও প্রকাশ করেন বলিউড কুইন।এরপর ছবি শেয়ার করে ট্যুইট করেন অভিনেত্রী। সঞ্জয় দত্তের সঙ্গে কঙ্গনা রানাউতের ছবি দেখার পরপরই ভাইরাল হয়ে যায় সেই ট্যুইট।

টুইটে কঙ্গনা বারবার বলেছেন যে তিনি একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছেন। বলিউডের চর্চিত স্টার সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারের রোগে আক্রান্ত। জোরকদমে তাঁর চিকিৎসা চলেছে। রুগ্ন শরীর থেকে আবারও পুরনো মজবুত চেহারায় ফিরেছেন তিনি। সঞ্জুবাবা এখন অনেকটা ফিট।তবুও কঙ্গনার অনুরাগীরা এই ছবিকে মেনে নিতে পারেননি। তাঁদের মতে কঙ্গনা হয়তো নিজের খোলস পালটাচ্ছেন। ২০২০ তে কঙ্গনাকে যেই প্রতিবাদী রূপে দেখেছেন দেশবাসী সেখানে সঞ্জুবাবার পাশে বসে ছবি তোলা ঘিরে উঠেছে বিতর্ক।