গত, মঙ্গলবার রাজ্য়ের মন্ত্রিসভার সদস্য় সিদ্ধার্থ নাথ সিং জানিন ধর্মান্তরিত করা রুখতে নতুন অর্ডিন্য়ান্স জারি করবে সরকার। অর্ডিন্য়ান্সে বলা হয়েছে, সংখ্য়ালঘু এবং তফশিলি জাতি-উপজাতির মহিলাদের ধর্মান্তরিত করলে ১০ বছরের জেল হবে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা হবে। গণ ধর্ম পরিবর্তনের ঘটনা ঘটলে অভিযুক্তের ৩ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা হবে।
লাভ জিহাদ বিরোধী আইন অনুযায়ী, কোনও ধর্ম পরিবর্তন মানবে না সরকার। বিয়ের জন্য় ধর্ম পরিবর্তন করলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বিয়ের পর কেউ ধর্ম পরিবর্তন করতে চাইলে জেলা শাসকের দফতরে আবেদন করতে হবে। অন্য়দিকে লাভ জিহাদ বিরোধী আইনের প্রস্তুতি নিতে শুরু করেছে হরিয়ানা সরকার। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, সরকার ৩ সদস্য়ের কমিটি তৈরি করেছে। ধর্ম পরিবর্তন করে বিয়ে রুখতে লাভ জিহাদ বিরোধী আইনেক খসড়া তৈরি করা হয়েছে। এই বিষয়ে অন্য় রাজ্য় যে আইন আনছে সেদিকেও নজর দেবে সরকার।