মুম্বই: ‘জলি এলএলবি টু’-র পর ‘রেঙ্গুন’। কঙ্গনা রানাওয়াতের চরিত্র নিয়ে বিতর্কের জেরে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে ছবিটিকে।
‘রেঙ্গুন’-এ কঙ্গনা অভিনয় করছেন মিস জুলিয়া নামে এক অভিনেত্রীর ভূমিকায়। একইসঙ্গে তিনি একজন স্টান্ট উওম্যান যিনি নেচে গেয়ে ব্রিটিশ সেনার মনোরঞ্জন করেন।
এর বিরুদ্ধেই মুম্বই হাইকোর্টে নালিশ ঠুকেছে ওয়াদিয়া মুভিটোন প্রাইভেট লিমিটেড। তাদের বক্তব্য, স্টান্টউওম্যান কঙ্গনার চরিত্র তৈরি হয়েছে স্বাধীনতাপূর্ব যুগের বিখ্যাত অভিনেত্রী মেরি ইভান্স ওয়াদিয়া বা ফিয়ারলেস নাদিয়ার ধাঁচে। এ জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।
এমনকী ফিয়ারলেস নাদিয়ার সিগনেচার শব্দবন্ধ ব্লাডি হেল ছবিতে উচ্চারণ করছেন কঙ্গনা।
তবে ‘রেঙ্গুন’ নির্মাতারা এ ব্যাপারে মুখ খোলেননি।
২০ তারিখ এ ব্যাপারে আদালতে শুনানি।
কঙ্গনার চরিত্র নিয়ে বিতর্ক, আদালতে ফাঁসল ‘রেঙ্গুন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2017 04:49 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -