নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দি লোকজন। এই পরিস্থিতি ইন্টারনেটে গ্রাহকরা কী কী সব খুঁজে দেখছেন, তা জানতে একটি সমীক্ষা করেছিল ইয়াহু ইন্ডিয়া। ওয়েব সার্ভিস প্রোভাইডার ইয়াহু এই সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে কী কী সার্চ হয়েছে, তা জানানো হয়েছে। এই সমীক্ষা অনুসারে, বিনোদন জগতে বিগত কয়েকদিন সবচেয়ে বেশি সার্চ হয়েছে কণিকা কপূর ও ‘রামায়ণ’।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, লকডাউন পর্বে সার্চের নিরিখে প্রিয়ঙ্কা চোপড়াকেও পিছনে ফেলে দিয়েছেন কণিকা কপূর। লকডাউনের আগে বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল প্রিয়ঙ্কার বিষয়ে।
আসলে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন বলিউডের গায়িকা কণিকা কপূর। আর এরপরই তাঁর সম্পর্কে জানতে উত্সুক হয়ে পড়েন নেটিজেনরা। এই কারণেই ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ সেলিব্রিটি হয়ে উঠেছেন কণিকা।
কোনও শো নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ৯০ দশকের টেলি সিরিয়াল ‘রামায়ণ’ নিয়ে। লকডাউন পর্বে ওই ধারাবাহিকের দূরদর্শনের পর্দায় প্রত্যাবর্তনের পর লোকজন জমিয়ে সার্চ করেছেন। মোস্ট সার্চড শো হয়ে উঠেছে ‘রামায়ণ’। লকডাউন পর্বে সবচেয়ে বেশি পাঁচ সার্চের মধ্যে রয়েছে হলিউড সিনেমা কন্টেজিওন।
লকডাউনের আগে নেটিজেনরা ‘বিগ বস’, ‘ড্রাইভ’, ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ও ‘গুজ নিউজ’-এর সার্চ করছিলেন। কিন্তু ‘রামায়ণ’ পুণঃসম্প্রচারের পর এই শো-সার্চের তালিকায় এক নম্বরে উঠে এসেছে।
লকডাউন পর্বে ইন্টারনেটে সার্চের তালিকায় সবার ওপরে কণিকা কপূর ও ‘রামায়ণ’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 04:10 PM (IST)
করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দি লোকজন। এই পরিস্থিতি ইন্টারনেটে গ্রাহকরা কী কী সব খুঁজে দেখছেন, তা জানতে একটি সমীক্ষা করেছিল ইয়াহু ইন্ডিয়া।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -